Header Ads

৬০. ঋণ পরিশোধে ও পেরেশানী দূর হওয়ার জন্য পড়বে اللَّهُمَّ إِنيْ أعُوْذُ بِكَ مِنَ الهَمِّ وَالحُزْنِ، وَأعُوْذُ بِكَ مِنَ العَجْزِ والكَسَلِ، وأعُوْذُ بِكَ مِنَ الجُبْنِ والبُخْلِ، وأعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرّجَالِ অর্থঃ হে আল্লাহ! আমি আপনার নিকট চিন্তা পেরেশানী থেকে পানাহ চাচ্ছি, আমি আপনার নিকট অক্ষমতা ও অলসতা থেকে পানাহ চাচ্ছি, আমি কাপুরুষতা ও কৃপণতা থেকে পানাহ চাচ্ছি, আমি আপনার নিকট ঋণের আধিক্য থেকে এবং মানুষের কটুক্তি ও জুলুম থেকে পানাহ চাচ্ছি। (আবু দাউদ হাদীস নং-১৫৫৫) https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.