Header Ads

মাসবূকের ছুটে যাওয়া নামায ইমামের দ্বিতীয় সালাম ফিরানো শেষ হলে মাসবূকের ছুটে যাওয়া নামায আদায়ের জন্য দাঁড়ানোঃ عن نافع ؒ قال : ’’کان إبن عمرؓ إذا سبق بشئ من الصلاۃ ‘ فإذا سلم الإمام قام یقضی مافاتہ ... الخ رواہ عبد الرزاق فی ’’مصنفہ‘‘ ۲/۲۲۵ (۳۱۵۶) باب متی یقوم الرجل یقضی ما فاتہ إذا سلم الإمام হযরত নাফে রহ. হতে বর্ণিত, তিনি বলেন: হযরত ইবনে উমর রাযি. এর যখন নামাযের কোন রাকা‘আত ছুটে যেত তখন তিনি ইমামের (উভয় দিকে) সালাম ফিরানো শেষ হওয়ার পর অবশিষ্ট নামায আদায়ের জন্য দাঁড়াতেন। সূত্র: মূসান্নাফে আব্দুর রাযযাক ২/২২৫ (৩১৫৬) (অবশিষ্ট-২৭) https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.