ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া
নামাযে কিরাআতের পূর্বে আস্তে বিসমিল্লাহ বলবেঃ
)۱(عن أبی موسی الأشعریؓ مرفوعا اذا قرأ الإمام فأنصتوا.
رواہ الإمام مسلم فی ’’صحیحہ‘‘ برقم ( ۴۰۴) کتاب الصلاۃ ‘ باب التشہد فی الصلاۃ ‘(۶۳(
)۲(و عن جابر بن عبد اللہ رضی اللہ عنہ أن رسول اللہ ۔ ﷺ ۔ قال : من کان لہ امام فقراءۃ الإمام لہ قراء ۃ .
رواہ الامام محمد فی ’’مؤطۂ‘‘ ص : ۶۲۔۶۳ و الإمام الدارقطنی فی’’ سننہ‘‘ ۱/۳۲۳۔۳۲۴(۱۲۲۰) و (۱۲۲۱) و (۱۲۲۳(
(۳( و عن عطاء بن یسار ؒ أنہ أخبرہ أنہ سئل زید بن ثابتؓ عن القرأۃ مع الامام ؟ فقال : لا قراء ۃ مع الامام فی شیئ ... الخ .
رواہ مسلم فی ’’صحیحہ‘‘ برقم (۵۷۷) کتاب المساجد و مواضع الصلاۃ ‘ باب سجود التلاوۃ .
অর্থ:(১) হযরত আবূ মুসা আশআরী রাযি. নবী কারীম ﷺ থেকে একটি হাদীস বর্ণনা করেন যে, ইমাম সাহেব যখন কিরাআত পড়েন তখন তোমরা(মুক্তাদীগণ) চুপ থাক। সূত্র: মুসলিম শরীফ হাদীস নং (৪০৪) ইবনে মাজাহ্ ১/৪৫৮ (৮৪৬) নাসাঈ শরীফ ২/১০৩ (৯২১) (৯২২) মুআত্তা মালেক পৃষ্ঠা-২৯০ মুসনাদে আহমাদ ৪/৪১৫ ও ২/৩২৬ তহাবী শরীফ ১/১৫৯
অর্থ: (২) হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত, প্রিয়নবী ﷺ ইরশাদ ফরমান, যেই ব্যক্তির ইমাম আছে অর্থাৎ, ইমামের পিছনে ইকতেদা করেছে ঐ ব্যক্তির জন্য ইমামের কিরাআতই তার কিরাআত হিসেবে গণ্য হবে। সূত্র: মুআত্তা মুহাম্মদ পৃষ্ঠা-৬৩ আলআযহার আলা কিতাবিল আছার ১/৫২০ মুসনাদে ইমাম আযম পৃষ্ঠা-৬১ সুনানে দারা কুতনী ১/৩২৩ (১২২০) মুসান্নাফে ইবনে আবী শাইবা ১/৩৩০ (৩৭৭৯) (অবশিষ্ট-৩৪)
অর্থ:(৩) হযরত আতা ইবনে ইয়াসার রহ. থেকে বর্ণিত তিনি হযরত যায়েদ ইবনে ছাবেত রাযি. কে ইমামের সাথে কিরাআত পড়া সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন তিনি জবাব দিলেন যে, কোন ক্ষেত্রেই ইমামের সাথে কোন কিরাআত নেই। (উল্লেখ্য, এ ধরনের সিদ্ধান্ত নবী (আঃ) থেকে না জেনে তিনি কখনো বলতে পারেন না।) সূত্র: মুসলিম শরীফ হাদীস নং (৫৭৭)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


