Header Ads

পুরুষগণ কোন্ ধরনের মহিলার সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে...!!!

পুরুষগণ কোন্ ধরনের মহিলার সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে পুরুষগণ নিম্নে বর্ণিত ১৪ শ্রেণীর মহিলাদের সাথে দেখা সাক্ষাত করতে পারবে এবং তাদেরকে বিবাহ করা হারাম।

  •  আপন মা।
  •  আপন দাদী, নানী ও তাদের ঊর্ধ্বতন মহিলাগণ।
  •  সহোদর বোন, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন।
  •  আপন মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যে কোন কন্যা সন্তান ও আপন ছেলে সন্তানদের স্ত্রী।
  •  যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন সংঘটিত হয়েছে তার পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর কন্যা সন্তান এবং স্ত্রীর মা অর্থাৎ, শাশুড়ী, নানী শাশুড়ী ও দাদী শাশুড়ী।
  •  ফুফু অর্থাৎ, পিতার সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন।
  •  খালা অর্থাৎ, মায়ের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন।
  •  ভাতিজী অর্থাৎ, সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাইয়ের মেয়ে ও তাদের অধঃস্তন কন্যা সন্তান।
  •  ভাগ্নী অর্থাৎ, সহোদর, বৈমাত্রেয়, বৈপিত্রেয় বোনের মেয়ে ও তাদের অধঃস্তন কন্যা সন্তান।
  •  দুধ সম্পর্কীয় মেয়ে, মেয়ের মেয়ে, ছেলের মেয়ে ও তাদের অধঃস্তন কোন কন্যা সন্তান এবং দুধ সম্পর্কীয় ছেলের স্ত্রী।
  •  দুধ সম্পর্কীয় মা, খালা, ফুফু, নানী, দাদী ও তাদের ঊর্ধ্বতন মহিলাগণ।
  •  দুধ সম্পর্কীয় বোন, দুধ বোনের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যে কোন কন্যা সন্তান। 
  •  যৌন শক্তিহীন এমন বৃদ্ধা, যার প্রতি পুরুষের কোন প্রকার আকর্ষণ নেই।
  •  অপ্রাপ্ত বয়স্কা এমন বালিকা, যার প্রতি পুরুষদের এখনো যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি।

উল্লেখ্য, ১৩ ও ১৪ নং বর্ণিত মেয়েদের সাথে বিবাহ জায়েয আছে। উপরোক্ত মহিলাগণ ব্যতীত পুরুষের জন্য অন্য কোন মহিলার সাথে দেখা-সাক্ষাত মোটেও জায়েয নয়, বরং সম্পূর্ণ নাজায়েয ও হারাম। (সূরা নিসা ২৩, তাফসীরে মাযহারী-২/২৫৪, মা‘আরিফুল কুরআন, ২/৩৫৬-৩৬১)
Blogger দ্বারা পরিচালিত.