উযূ ও তায়াম্মুম ভঙ্গের কারণ ৭টি
১। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া।
২। মুখ ভরে বমি হওয়া।
৩। শরীরের ক্ষতস্থান হতে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া।
৪। থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া।
৫। চিত হয়ে, কাত হয়ে বা হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া।
৬। পাগল, মাতাল ও অচেতন হওয়া।
৭। নামাযে উচ্চস্বরে হাসা।
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi