হজ্জের মৌসুমে আরাফা ও মুযদালিফায় দুই ওয়াক্ত নামায
হজ্জের মৌসুমে আরাফা ও মুযদালিফা ব্যতীত অন্য কোন স্থানে একই ওয়াক্তে দুই ওয়াক্ত নামায পড়া জায়িয নয়ঃ
عن إ بن مسعودؓ قال : ما رأیت رسول اللہ ۔ ﷺ ۔ صلی صلاۃ بغیر میقاتہا ‘ إلا صلاتین جمع بین المغرب وا لعشاء بالمزدلفۃ ‘ و صلی الفجر قبل میقاتہا ‘.
رواہ البخاری فی’’صحیحہ‘‘ ۱/۴۰۰ (۱۶۸۲) کتاب الحج ‘ باب من یصلی الفجر بجمع . و الإمام مسلم فی ’’ صحیحہ‘‘ برقم (۱۲۸۹) . کتاب الحج ‘ باب استحباب زیارۃ التغلیس ...الخ.
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন: আমি প্রিয়নবী ﷺ কে কখনো কোন নামায কে তার ওয়াক্তের বাইরে পড়তে দেখিনি। শুধুমাত্র দুটি নামায ব্যতীত। প্রথমটি হল: তিনি মুযদালিফায় -মাগরিব ও ইশাকে (ইশার ওয়াক্তে) এক সঙ্গে পড়েছেন। দ্বিতীয়টি হল- তিনি ফজরকে সেদিন তার মুস্তাহাব ওয়াক্তের পূর্বেই পড়েছেন। অর্থাৎ, ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে পরিবেশ পরিস্কার হওয়ার পূর্বেই পড়েছেন। সূত্র: বুখারী শরীফ ১/৪০০(১৬৮২) মুসলিম শরীফ হাদীস নং (১২৮৯)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


