সূরার শেষে কী পড়া সুন্নাত ...!!!
নামাযের বাইরে কোন্ সূরার শেষে কী পড়া সুন্নাত?
১. সূরা ফাতেহা শেষ করে বলবে آمِين।
২. সূরা বাকারা শেষ করে বলবে آمِين।
৩. সূরা আর রহমানের প্রত্যেক فَبِأَيِّ 
آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ এর পরে বলবে, لَا بِشَيْءٍ مِنْ نِعَمِكَ 
رَبَّنَا نُكَذِّبُ فَلَكَ الحَمْدُ।
৪. সূরা ক্বিয়ামাহ শেষ করে বলবে بَلَى।
৫. সূরা মুরসালাত শেষ করে বলবে آمَنَّا بِاللَّهِ।
৬. সূরা শামস্ পড়ার সময় وَنَفَسٍ وَمَا 
سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا পড়ার পর বলবে, اللهُمَّ 
آتِ نَفْسِي تَقْوَاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا وَخَيْرُ مَنْ 
زَكَّاهَا।
৭. সূরা আ‘লা পড়ার সময় سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى পড়ার পর বলবেسُبْحَانَ رَبِّي الْأَعْلَى এরপর বাকি অংশ পড়বে।
৮. সূরা তীন শেষ করে বলবে بَلَى وَأَنَا عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ।
লেখক: মুফতী মনসূরুল হক দা.বা.    
                                      
                              
 

 
 


