তাকবীর বলা অবস্থায় সিজদা থেকে উঠা
عن سعید بن الحارث قال : صلی لنا أبوسعید ‘ فجہر بالتکبیر حین رفع رأسہ من السجود وحین سجد وحین رفع وحین قام من الرکعتین وقال : ہکذا رأیت النبی ۔ﷺ.
رواہ البخاری فی ’’صحیحہ‘‘ ۱/۱۹۸(۸۲۵)کتاب الأذان‘ باب یکبر وہو ینہض من السجدتین.
অর্থ: হযরত সাঈদ ইবনুল হারেছ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন: হযরত আবূ সাঈদ খুদরী রাযি. একদা আমাদেরকে নিয়ে নামায পড়লেন। এ ধারাবাহিকতায় যখন তিনি সিজদা থেকে মাথা উঠালেন তখন তিনি আওয়াজ করে তাকবীর দিলেন এবং যখন সিজদা করলেন এবং যখন দুই রাকা‘আত পরে বৈঠক শেষে উঠে দাঁড়ালেন (তখন ও তিনি আওয়াজ করে তাকবীর দিলেন) অতঃপর তিনি বলেন: আমি প্রিয়নবী ﷺ কে এরূপই করতে দেখেছি। সূত্র: বুখারী শরীফ ১/১৯৮(৮২৫) সহীহে ইবনে খুযাইমা ১/২৯১ (৫৮০) মুসনাদে আহমদ ৩/১৮ (১১১৪০) মুস্তাদরাক ১/২২৩ (৮১৩) বাইহাকী ২/১৮ (২২৭৬)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


