সিজদা থেকে উঠার সময় তরীকা
সিজদা থেকে উঠার সময় প্রথমে উভয় হাত তারপর হাঁটু উঠানোঃ
عن وا ئل بن حجرؓ قال : رایت رسول اللہ ۔ﷺ ۔’’إذا سجد یضع رکبتیہ قبل یدیہ وإذا نہض رفع یدیہ قبل رکبتیہ ‘‘۰
رواہ التر مذی فی ’’جامعہ‘‘ برقم (۲۶۸) وقال: ’’ہذا حدیث حسن غیریب ‘‘ کتاب الصلاۃ‘ باب ماجا ء فی وضع الرکبتین قبل الیدین.
অর্থ: হযরত ওয়ায়েল ইবনে হুজর রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, আমি প্রিয়নবী ﷺ কে দেখেছি যখন তিনি সিজদা করার ইচ্ছা করতেন, তখন মাটিতে উভয় হাত রাখার আগে হাঁটু রাখতেন এরপর যখন সিজদা থেকে উঠতেন তখন উভয় হাঁটু উঠানোর পূর্বে উভয় হাত মাটি থেকে উঠাতেন। সূত্র: তিরমিযী শরীফ হাদীস নং (২৬৮) ইমাম তিরমিযী রহ. হাদীসটি বর্ণনা করার পর বলেন: হাদীসটি হাসান গরীব।
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


