Header Ads

প্রথম সালাম এর পর সিজদায়ে সাহু করবে সালামে ফছল (প্রথম সালাম) এর পর সিজদায়ে সাহু করবেঃ عن عبد اللہؓ أن رسول اللہ ۔ ﷺ ۔ صلی الظہر خمسا فقیل لہ : أزید فی الصلاۃ ؟ فقال و ما ذاک ؟ قال : صلیت خمسا. فسجد سجدتین بعد ما سلم. رواہ الإمام البخاری فی’’ صحیحہ ‘‘ ۱/۲۸۹ (۱۲۲۶) کتاب السہو‘ باب اذا صلی خمسا . فیہ أیضا عنہؓ ... إذا شک أحدکم فی صلاتہ فلیتحر الصواب فلیتم علیہ ثم لیسلم ثم یسجد سجدتین ( صحیح البخاری ۱/۱۱۲(۴۰۱ ) অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদরাযি. থেকে বর্ণিত প্রিয়নবী ﷺ একদা যুহরের নামায ৫ রাকা‘আত পড়ে ফেললেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে আরয করা হল “নামায কি বাড়িয়ে দেয়া হয়েছে?” জবাবে নবীজী ﷺ বললেন-“কি হয়েছে?” সাহাবী বললেন-“আপনিতো পাঁচ রাকা‘আত পড়েছেন।” এতদশ্রবণে প্রিয় নবী ﷺ ফিরানোর পর দুটি সিজদা করলেন। সূত্র:বুখারী ১/২৮৯ (১২২৬) অন্য এক হাদীসে আছে “তারপর (তাশাহহুদ ইত্যাদি পড়ে) পূণঃ সালাম ফিরিয়ে নামায শেষ করলেন।” সূত্র: মুসলিম শরীফ হাদীস নং (৫৭৪) হযরত ইবনে মাসউদ রাযি. থেকে অপর এক রিওয়ায়াতে মহানবী ﷺ ইরশাদ ফরমান: “তোমাদের কেউ যখন নামাযের মধ্যে সন্দেহ করবে তখন সঠিক কোনটি তা নির্ণয়ের চেষ্টা করবে। এরপর অবশিষ্ট নামায পূর্ণ করে সালাম ফিরাবে। এরপর দুটি সিজদা করবে। সূত্র: বুখারী শরীফ ১/১১২(৪০১) মুসলিম শরীফ হাদীস নং(৫৭২) https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.