Header Ads

টাখনুর নিচে কাপড় পুরুষের জন্য টাখনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করা কবীরা গুনাহ ও হারামঃ عن عبد اللہ بن عمرؓ یقول: قال رسول اللہ ۔۔: ’’من جر ثوبہ مخیلۃ لم ینظر اللہ الیہ یوم القیامۃ‘‘ فقلت لمحا رب : أذکر ازارہ؟ قال: ماخص ازارا ولاقمیصا. رواہ البخاری فی ’’صحیحہ‘‘ ۴/۳۸(۵۷۹۱) کتاب اللباس‘ باب من جر ثوبہ من الخیلاء. وفی روایۃ عنہ أن رسول اللہ ۔۔ قال: بینا رجل یجر ازارہ اذخسف بہ فہو یتجلجل فی الارض الی یوم القیامۃ. رواہ البخاری فی ’’صحیحہ‘‘ ۴/۱۴۷(۵۷۹۵) کتاب اللباس‘ الباب السا بق. অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, প্রিয় নবী ﷺ ইরশাদ ফরমান, যে ব্যক্তি অহংকার বশতঃ স্বীয় কাপড় হেঁচড়িয়ে চলবে, আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন তার পানে (রহমতের) দৃষ্টি দিবেন না। এতদশ্রবণে বর্ণনাকারী শু‘বা রহ. স্বীয় উস্তাদ হযরত মুহারেব ইবনে দিসার রহ. কে জিজ্ঞাসা করলেন: আপনার উস্তাদ হযরত ইবনে উমর রাযি. কি এ ক্ষেত্রে লুঙ্গির কথা উল্লেখ করেছেন? তিনি জবাব দিলেন যে, তিনি লুঙ্গি, পায়জামা, জামা কোনটাকেই নির্দিষ্ট করেননি। (অর্থাৎ যেকোন ধরণের কাপড় টাখনুর নিচে ঝুলিয়ে পড়লেই বর্ণিত ধমকির মধ্যে পড়বে। তবে মোজা দ্বারা টাখনুর ঢাকা নিষিদ্ধ নয়) সূত্র: বুখারী শরীফ, ৪/১৪৭৮(৫৭৯১) হযরত ইবনে উমর রাযি. থেকেই অপর এক রিওয়ায়াতে আছে যে, প্রিয় নবী ﷺ ইরশাদ ফরমান: এক ব্যক্তি স্বীয় লুঙ্গি হেঁচড়িয়ে চলছিল, এমতাবস্থায় তাকে জমীনের মধ্যে ধসিয়ে দেওয়া হয়েছে, এমনভাবে যে, কিয়ামত পর্যন্ত সে জমীনে ধসতে থাকবে। সূত্র: বুখারী শরীফ, ৪/১৪৭৮ (৫৭৯০) উল্লেখ্য যে, বর্ণিত হাদীসদ্বয়ের মধ্যে যদিও কাপড়কে ঝুলিয়ে পরার পরিমাণ বর্ণিত হয়নি, কিন্তু বুখারী শরীফের বর্ণিত হাদীসের পূর্বের হাদীসের মধ্যে সেই পরিমাণ সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে, তাহলে টাখনুর নিচে ঝুলিয়ে পড়া। প্রিয়নবী ﷺ ইরশাদ করেন, কাপড়ের যে অংশটুকু টাখনুর নিচে থাকবে তা জাহান্নামে যাবে। সূত্র: বুখারী শরীফ, হাদীস নং (৫৭৮৭) https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.