এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব
عن ابن عمرؓ عن النبی قال : ’’خالفواالمشرکین و وفروا اللحی واحفوا الشوارب‘‘ وکان ابن عمرؓ اذا حج او اعتمر قبض علی لحیتہ فما فضل أخذہ. 
رواہ البخاری فی ’’صحیحہ‘‘ ۴/۱۵۰۱ (۵۸۹۲) کتاب اللباس‘ باب تقلیم الاظفار..
অর্থ: হযরত ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, তিনি প্রিয় নবী ﷺ  থেকে বর্ণনা করেন যে, তিনি ইরশাদ করেছেন: তোমরা মুশরিকদের বিরোধিতা পূর্বক তোমাদের দাড়িকে লম্বা হতে এবং মোঁচকে ছোট করে ফেল।
আর হযরত ইবনে উমর রাযি. হজ্ব ও উমরা আদায়ান্তে স্বীয় দাড়ি মুষ্টি বদ্ধ করে অতিরিক্ত গুলো কেটে ফেলতেন। সূত্র: বুখারী শরীফ, ৪/১৫০১(৬৮৯২) 
উল্লেখ্য যে, অত্র হাদীসে শুধু দাড়ি লম্বা করার নির্দেশ দেয়া হয়েছে। তাতে কোন পরিমাণ নির্দিষ্ট করা হয়নি। তরে হাদীসের শেষ অংশে উক্ত হাদীসের বর্ণনাকারী সাহাবী হযরত ইবনে উমর রাযি. আমল দ্বারা তা নির্দিষ্ট হয়ে গেছে যে, দাড়ি বাড়ানোর সর্বনিম্ন পরিমাণ হল এক মুষ্টি। আর হযরত ইবনে উমর (রাযি) হলেন ঐ সাহাবী, যার ব্যাপারে একথা সুপ্রসিদ্ধ রয়েছে যে, হযরত সাহাবায়ে কিরামের রাযি. মধ্যে তিনিই প্রিয় নবী ﷺ  এর অধিক সাদৃশ্য অবলম্বনকারী। দ্রষ্টব্য-সিয়ারু আলামিন নুবালা ৪/৩৫৩ 
কাজেই, তিরমিযী শরীফের এক হাদীসে প্রিয় নবীজী ﷺ  এর দাড়ি ছাটার যে কথা এসেছে, তা থেকে একথা বলা যায় যে, তিনি এক মুষ্টির অতিরিক্ত দাড়ি ছাঁটতেন। বলাবাহুল্য যে, চারো মাযহাবেই একমুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে।
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
 

 
 


