Header Ads

ইমাম সাহেবের উভয় সালামে নিয়্যত ইমাম সাহেবের উভয় সালামে মুক্তাদী, ফেরেশতা ও নামাযী জিনদের প্রতি সালাম করার নিয়্যত করঃ عن جابر بن سمرۃؓ مرفوعا قال : ’’ انما یکفی أحدکم أن یضع یدہ علی فخذہ ثم یسلم علی أخیہ من علی یمینہ و شمالہ‘‘. رواہ مسلم فی ’’صحیحہ ‘‘ برقم (۴۳۱) کتاب الصلاۃ ‘ باب الأمر با لسکون فی الصلاۃ و النہی عن الاشارۃ و رفعہا عند السلام অর্থ: হযরত জাবের ইবনে সামুরাহ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন: প্রিয়নবী ﷺ ইরশাদ করেছেন যে, তোমাদের জন্য এটা যথেষ্ট যে (নামাযে বসা অবস্থায়) নিজ হাত কে নিজ রানের উপর রাখবে, এরপর নিজের ডান দিকের এবং বাম দিকের ভাইকে সালাম দেয়ার নিয়্যতে সালাম দিবে। সূত্র: মুসলিম শরীফ হাদীস নং (৪০১) আবূ দাউদ শরীফ হাদীস নং (১০০১) উল্লেখ্য যে, এ হাদীসের ব্যাপকতার মধ্যে ইমাম কর্তৃক সালাম করার সময় নিয়্যত করা এবং সেই নিয়্যতে তার ডানে বামের ফেরেশতা জিন ও ইনসান সবাই দাখিল আছে। https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.