মুক্তাদীগণের উভয় সালামে নিয়্যত
মুক্তাদীগণের উভয় সালামে ইমাম, অন্যান্য মুসল্লী, ফেরেশতা ও নামাযী জিনদের প্রতি সালাম করার নিয়্যত করাঃ
)۱ (عن جابر بن سمرۃ ؓ قال:.. قال رسول اللہ ۔ ﷺ :... إنما یکفی أحدکم ان یضع یدہ علی فخذہ ثم یسلم علی أخیہ من علی یمینہ و شمالہ .
رواہ مسلم فی ’’ صحیحہ‘‘ برقم (۴۳۱) کتاب الصلاۃ ‘ باب الامر بالسکون فی الصلاۃ.)
)۲(عن حماد ؒ قال : ’’اذا کان الامام عن یمینک فسلمت عن یمینک و نویت الامام فی ذلک ‘ و اذا کان عن یسارک و نویت الامام فی ذلک ایضا و اذا کان بین یدیک فسلمت علیہ فی نفسک ‘ ثم سلمت عن یمینک و شمالک‘‘.
رواہ عبد الرزاق فی ’’مصنفہ‘‘ ۲/۲۲۴ (۳۱۵۲) باب الرد علی الامام .
)۳ (عن سمرۃ بن جندب ؓ قال : أمرنا رسول اللہ ۔ ﷺ ۔ أن نسلم علی أئمتنا و أن یسلم بعضنا علی بعض .
رواہ الأ مام ابن ماجۃ فی ’’سننہ‘‘ برقم (۹۲۲) کتاب اقا مۃ الصلاۃ‘ باب رد السلام علی الامام.
অর্থ: (১) হযরত জাবের ইবনে সামুরা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন:.... প্রিয় নবী ﷺ ইরশাদ করেছেন তোমাদের প্রত্যেকের জন্য এতটুকুই যথেষ্ট যে, সে স্বীয় হাত রানের উপরে রাখবে। অতঃপর স্বীয় মুসল্লী ভাইদেরকে সালাম করবে। (অর্থাৎ সালাম করার নিয়্যত করবে।) সূত্র: মুসলিম শরীফ হাদীস নং (৪৩১)
অর্থ: (২) হযরত হাম্মাদ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন: যখন ইমাম আপনার ডান দিকে থাকেন তখন ডান দিকে সালাম ফিরানোর সময় ইমামকে সালাম করার নিয়্যত করবেন। আর যখন ইমাম আপনার বাম দিকে থাকেন, তখন বাম দিকে সালাম ফিরানোর সময় ইমামকে সালাম করার নিয়্যত করবেন। আর যখন ইমাম আপনার বরাবর থাকবেন, তখন (উভয় সালামে) মনে মনে তাঁকে সালাম করার নিয়্যত করবেন এবং ডানে-বামে সালাম ফিরাবেন। সূত্র: মুসান্নাফে আব্দুর রাযযাক ২/২২৪ (৩১৫২) (অবশিষ্ট-২৫)
অর্থ: (৩) হযরত সামুরা ইবনে জুনদুব রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন: প্রিয় নবী ﷺ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেন আমরা আমাদের ইমামদের সালাম (করার নিয়্যত) করি এবং আমাদের একে অপরকে সালাম (করার নিয়্যত) করি সূত্র: ইবনে মাজাহ ১/৪৯৭ (৯২২) আবূ দাউদ হাদীস নং (১০০১) (অবশিষ্ট-২৬)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


