সিজদায় কনুই মাটি ও রান থেকে পৃথক রাখা
عن أنس بن مالکؓ عن النبی ۔ﷺ۔ قال : ’’اعتدلوا فی السجود ولاینبسط أحدکم ذراعیہ انبساط الکلب‘‘.
رواہ الخاری فی ’’صحیحہ ‘‘ ۱/۱۹۸(۸۲۲)کتاب الأذان ‘ باب لایفترش ذراعیہ فی السجود .
অর্থ: হযরত আনাস ইবনে মালেক রাযি. প্রিয় নবী ﷺ থেকে বর্ণনা করেন যে, প্রিয় নবী ﷺ ইরশাদ করেন, “তোমরা ধীরস্থিতার সাথে সিজদা কর এবং তোমাদের কেউ সিজদার মধ্যে কনুইকে কুকুরের মত জমীনে বিছিয়ে রাখবে না”। সূত্র: বুখারী শরীফ হাদীস নং (৮২২) মুসলিম শরীফ হাদীস নং (৪৯৩) আবূ দাউদ শরীফ হাদীস নং(৪৩৯) নাসাঈ শরীফ হাদীস নং (১১৮৩) তিরমিযী শরীফ হাদীস নং (২৭৬) ইবনে মাজাহ শরীফ হাদীস নং (৮৯২) মুসনাদে আহমাদ ৩/১১৫ (১২১৪৯) সুনানে দারেমী হাদীস নং (১২৯৬)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


