সিজদায় পেট উরু থেকে পৃথক রাখা
عن محمد بن عطاء عن أبی حمید السا عدیؓ قال : سمعتہ وہو فی عشرۃ من أصحاب النبی ۔ﷺ۔ أحدہم أبو قتادۃ بن ربعی یقول : أنا أعلمکم بصلا ۃ رسول اللہ ۔ﷺ۔ إلی أن قال : ثم ہوی ساجدا وقال : ’’أللہ أکبر ‘‘ ثم جا فی وفتح عضدیہ عن بطنہ۰
رواہ الإمام أحمد فی ’’مسندہ ‘‘ ۵/۴۲۴ (۲۳۶۶۲) وفی روایۃ لأبی دأؤد: ’’واذا سجد فرج بین فخذیہ غیر حامل بطنہ علی شیئ من فخذیہ‘‘ سنن أبی داؤد رقم الحدیث (۷۳۵)کتاب الصلاۃ‘ باب افتتاح الصلاۃ.
অর্থ: মুহাম্মদ ইবনে আতা রহ. হযরত আবূ হুমাঈদী আস্সাঈদী রহ. থেকে বর্ণনা করেন যে, তিনি তাঁকে বলতে শুনেছেন এমতাবস্থায় যখন তিনি দশজন সাহাবীদের রাযি. মাঝে অবস্থান করছিলেন। তাদের একজন ছিলেন হযরত আবূ কাতাদাহ ইবনে রিবয়ী রাযি. “তোমাদের মধ্যে আমিই প্রিয় নবী ﷺ এর নামায সম্বন্ধে সবচেয়ে বেশী অবগত। (এ কথা বলে) তিনি সবাইকে নামায দেখাতে লাগলেন। এক পর্যায়ে তিনি আল্লাহু আকবার বলে সিজদা করলেন এরপর তিনি পেট থেকে উরু পৃথক রাখলেন এবং দুরে রাখলেন। সূত্র: মুসনাদে আহমদ ৫/৪২৮(২৩৬৬২) বাইহাকী শরীফ ২/১১৫ (২৭১২)
আবূ দাউদের এক বর্ণনায় এরূপ আছে “এরপর যখন সিজদাহ করলেন তখন উরুদ্বয়কে পৃথক রাখলেন। এবং উরুর কোন অংশের উপর পেট রাখলেন না।সূত্র: আবূ দাউদ শরীফ হাদীস নং (৭৩৫) (অবশিষ্ট-২১)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


