দুরূদ শরীফ পাঠ করার পর (ব্যাপক অর্থপূর্ণ) নিম্নের দু‘আটিও পাঠ করবে।
اللَّهُمَّ إني أسألُكَ مِنَ الخَيْرِ كُلِّهِ عاجِلِهِ وآجِلِهِ، ما عَلِمْتُ مِنْهُ وَما لَمْ أعْلَمُ، وأعُوذُ بِكَ مِنَ الشَّرّ كُلِّهِ عاجله وآجِلهِ، ما عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أعْلَمْ، وأسألُكَ الجَنَّةَ وَمَا قَرّبَ إِلَيْها مِنْ قَوْلٍ أوْ عَمَلٍ، وأعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْها مِنْ قَوْلٍ أوْ عَمَلٍ، وأسألُكَ خَيْرَ ما سألَكَ بِهِ عَبْدُكَ وَرَسُولُكَ مُحَمَّدٌ صلى اللّه عليه وسلم، وَ أَعُوذُ بِكَ مِنْ شَرّ ما اسْتَعاذَكَ مِنْهُ عَبْدُكَ وَرَسُولُكَ مُحَمَّدٌ صَلَّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ، وَأسْألُكَ مَا قَضَيْتَ لِيْ مِنْ أمْرٍ أنْ تَجْعَلَ عاقِبَتَهُ رَشَداً.
এ ‘জামে’ দু‘আর ব্যাপারে হযরত আয়িশা রাযি. বর্ণনা করেন- একদিন নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ঘরে আমাকে কোন কাজে খোঁজ করছিলেন। আমি তখন নামায ও দু‘আর মধ্যে মশগুল ছিলাম- যে কারণে খেদমতে হাজির হতে দেরী হল। নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, হে আয়িশা! আল্লাহর দরবারে জামে (পরিপূর্ণ) দু‘আ পেশ কর। আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! ‘জামে’ দু‘আ কোনটি? তখন নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বর্ণিত দু‘আটি আমাকে তা‘লীম দিলেন। (আল-আদাবুল মুফরাদ, পৃষ্ঠা নং ২২২, হাদীস নং-৬৩৯, আল আযকার, হাদীস নং-১০৩৩)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


