সিজদায় কান বরাবর উভয় হাত রাখা
عن وا ئل بن حجرؓ قال : قلت لأ نظرن إلٰی رسول اللہ ۔ ﷺ ۔کیف یصلی؟ قال : ثم سجد فوضع ید یہ حذاء أذنیہ.
رواہ الإمام أحمد فی ’’مسندہ‘‘ ۴/۳۱۷(۱۸۸۵۸) وأبوداؤد فی ’’سننہ‘‘ برقم (۷۲۶) کتاب الصلاۃ‘ باب رفع الیدین. فی الصلاۃ.
অর্থ: হযরত ওয়ায়েল ইবনে হুজর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন: আমি মনে মনে ইচ্ছা পোষণ করলাম যে, আমি হযরত রাসূল ﷺ এর নামায দেখব তিনি কিভাবে নামায পড়েন? এরপর তিনি পূর্ণ নামাযের বর্ণনা দিতে গিয়ে সিজদা সম্পর্কে বললেন যে, নবী ﷺ যখন সিজদা করলেন তখন কান বরাবর উভয় হাত রাখলেন। সূত্র: মুসানাদে আহমাদ ৪/৩১৭ আবূ দাউদ শরীফ হাদীস নং (৭২৬) নাসাঈ শরীফ হাদীস নং (১২৬৫) ইবনে হিব্বান দ্রষ্টব্য: আল ইহসান হাদীস নং (১৮৬) সহীহে ইবনে খুযাইমা ১/৩২৩ (৬৪১) তহাভী শরীফ ১/২৫৭ সুনানে দারাকুতনী হাদীস নং (১১২১) (অবশিষ্ট-১৮)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


