সিজদায় যাওযার সময় প্রথমে উভয় হাঁটু মাটিতে রাখা
عن وا ئل بن حجرؓ قال : رأیت النبی ۔ﷺ ۔ إذا سجد وضع رکبتیہ قبل یدیہ وإذا نہض رفع یدیہ قبل رکبتیہ۰
رواہ الإ مام أبودأود:فی ’’سننہ ‘‘ برقم (۸۳۸)کتاب الصلاۃ‘ باب کیف یضع رکبتیہ قبل یدیہ.
অর্থ: হযরত ওয়ায়েল ইবনে হুজর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন: আমি প্রিয় নবী ﷺ কে দেখেছি, যখন তিনি সিজদায় যেতেন, তখন উভয় হাত মাটিতে রাখার পূর্বে উভয় হাঁটু মাটিতে রাখতেন, আর যখন সিজদা হতে উঠতেন তখন উভয় হাঁটু উঠানোর পূর্বে উভয় হাত জমীন থেকে উঠাতেন। সূত্র: আবূ দাউদ শরীফ হাদীস নং (৮৩৮) তিরমিযী শরীফ হাদীস নং (২৬৮) নাসাঈ শরীফ ২/৫৫৩ (১০৮৮) ইবনে মাজাহ শরীফ হাদীস নং (৮৮২) দারেমী হাদীস নং (১২৯৪) মুস্তাদরাক হাদীস নং (৮২২) (অবশিষ্ট-১৭)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


