পুরুষ ও মহিলাদের নামাযের মধ্যে পার্থক্য
নামাযের শুরুতে মহিলাগণ সিনা ও কাঁধ বরাবর হাত উঠাবেঃ
عن وائل بن حجرؓ قال : جئت النبی ۔ ﷺ ۔ فقال : ہذا وائل بن حجر جائکم لم یجئکم رغبۃ و لا رہبۃ جائکم حبا للہ و رسولہ ... الخ فقال لی رسول اللہ ۔ ﷺ ۔ یا وائل بن حجر إذا صلیت فاجعل یدیک حذاء أذنیک . والمرأۃ تجعل یدیہا حذاء ثدییہا . رواہ الإمام الطبرانی فی’’ الکبیر‘‘ ۲۲/۲۰(۲۸)
অর্থ: হযরত ওয়ায়েল ইবনে হুজর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন: আমি প্রিয়নবী ﷺ এর দরবারে উপস্থিত হলাম। এরপর নিজের পরিচয় দিতে গিয়ে বললাম এই হল ওয়ায়েল ইবনে হুজর। আপনার দরবারে এসেছে, ভয়ে বা আশায় আসেনি বরং আল্লাহ ও তদীয় রাসূলের ভালবাসায় এসেছে। তিনি বলেন (এক প্রসঙ্গে) প্রিয়নবী ﷺ আমাকে বললেনঃ হে ওয়ায়েল ইবনে হুজর! তুমি যখন নামায পড়বে তখন তোমার হাতদ্বয় কান বরাবর উঠাবে। আর মহিলা তার হাতকে সীনা বরাবর উঠাবে। সূত্র: তাবারানী কাবীর ২২/২০ (২৮) (অবশিষ্ট-২৯)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


