Header Ads

নামাযে মহিলাদের হাত উড়নার মধ্যে থাকবে )۲(عن بن مسعودؓ عن النبی ۔ ﷺ ۔ قال : ألمرأۃ عورۃ ... الخ. رواہ الامام الترمذی فی211جامعہ‘‘ برقم (۱۱۷۳) کتاب الرضاع . رقم الباب (۱۸) و قال : ہذا حدیث حسن غریب অর্থ: হযরত ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, প্রিয়নবী ﷺ ইরশাদ ফরমানঃ মহিলা হলে ছতর। (অর্থাৎ, আবৃত থাকার বস্তু) সূত্র: তিরমিযী শরীফ হাদীস নং (১১৭৩) সহীহ ইবনে খুযাইমা ৩/৯৩ (১৬৮৬) সহীহ ইবনে হিব্বান দ্রষ্টব্য: আল ইহসান হাদীস নং (৫৫৯৮) তাবরানী কাবীর ৯/২০৮ (৮৯১৪) হাদীসটি সহীহ। দ্রষ্টব্য: নসবুর রায়াহ ২৯৮ স্মর্তব্য যে, বর্ণিত হাদীসে যেহেতু মহিলাকে আবৃত থাকার বস্তু বলা হয়েছে কাজেই, তারা নামাযের মধ্যে পুরুষের ন্যায় হাতকে আঁচলের ভিতর থেকে বের করবেনা। তাছাড়া এ বক্তব্য হযরত আ‘তা রহ. এর এক কওল দ্বারাও সমর্থিত হয় । তিনি বলেন: تجمع المرأۃ یدیہا فی قیامہا ما استطاعت অর্থাৎ: মহিলাগণ দাঁড়ানো অবস্থায় হাতদ্বয়কে সম্ভাব্য জমিয়ে রাখবে। সূত্র: মুসান্নাফে আব্দুর রাযযাক ৩/১৩৭ (৫০৬৭) হাদীসটির সনদ সার্বিক বিচারে সহীহ। https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.