Header Ads

সিজদার জায়গায় নজর রেখে দাঁড়ানো عن سالم بن عبد اللہ أن عائشۃؓ کانت تقول: عجبا للمرأ المسلم إذ دخل الکعبۃ حتی یرفع بصرہ قبل السقف یدع ذلک إجلالا للہ و إعظاما دخل رسول اللہ۔ ﷺ۔ الکعبۃ ما خلف بصرہ موضع سجودہ حتی خرج منہا۰ أخرجہ الحاکم فی ’’ المستدرک‘‘ ۱/۴۷۹(۱۷۶۱) وقال: ہذا حدیث صحیح الإسناد ولم یخرجاہ ووافقہ الذہبی فی’’ التلخیص‘‘ حیث قال: ’’علی شرط البخاری ومسلم‘‘ . অর্থ: হযরত সালেম বিন আব্দুল্লাহ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন যে, হযরত আয়িশা রাযি. বলতেন ঐ মুসলমান ব্যক্তির প্রতি আশ্চর্য লাগে যখন সে কা’বা শরীফে প্রবেশ করে তখন সে নিজ দৃষ্টিকে ছাদের দিকে উঁচু করে। অথচ আল্লাহর বড়ত্ব ও মর্যাদার দিকে লক্ষ্য করে এটা পরিত্যাগ করা উচিৎ। কেননা, রাসূলুল্লাহ ﷺ যখন কা’বা শরীফে প্রবেশ করতেন, তখন তিনি ততক্ষন পর্যন্ত সিজদার জায়গা হতে দৃষ্টি হটাননি। যতক্ষন পর্যন্ত মসজিদ থেকে বের হয়ে যাননি। সূত্র: মুসতাদরাকে হাকিম ১/৪৭৯ সুনানে বাইহাকী ৫/১৫৮(৯৭২৬) (অবশিষ্ট-৪) https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.