Header Ads

তাকবীর তাহরীমার জন্য উভয় হাত কান পর্যন্ত উঠানো عن مالک بن ا لحویرثؓ أن رسول اللہ۔ ﷺ۔کان إذا کبر‘ رفع یدیہ حتی یحاذی بہما أذنیہ۰ أخرجہ ا لامام مسلم فی ’’صحیحہ‘‘ برقم ( ۳۹۱) کتاب الصلا ‘ باب استحباب رفع الیدین حذو المنکبین مع تکبیرۃ الإحرام. অর্থ: হযরত মালেক ইবনে হুয়াইরিস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলে কারীম ﷺ যখন তাকবীর (তাহরীমা) বলতেন তখন হাত এতটুকু উঁচু করতেন যে, তা উভয় কান বরাবর হয়ে যেত। সূত্র: মুসলিম শরীফ হাদীস নং(৩৯১) আবূ দাউদ শরীফ হাদীস নং (৭৪৫) নাসাঈ শরীফ ১/১৪১ ইবনে মাজাহ শরীফ নং (৮৯৫) বাইহাকী শরীফ ১/৩০৭ হাদীস নং (৯৫৪) ত্বহাবী শরীফ ১/১৪৩-১৪৪ দারাকুতনী ১ /১৩৬ ৩/২৯ মুসতাদরাকে হাকিম ১/২২৬ মুসনাদে আহমাদ ৪/৩১৮ https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.