সাহাবাদের সমালোচনা করা হারাম
হযরত সাহাবায়ে কিরাম সর্বাবস্থায় ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং তাঁদের সমালোচনা করা হারাম ও অভিশাপের কাজঃ
)۱(عن عبادۃ بن الصامتؓ قال : بایعنا رسول اللہ ۔ﷺ۔علی السمع و الطاعۃ فی عسرنا و یسرنا و منشطنا و مکارہنا ‘ وعلی أن لاننازع الأمر أہلہ‘ وعلی أن نقول بالعدل أین کنا لا نخاف فی اللہ لومۃ لائم
رواہ الإمام النسائی فی ’’سننہ‘‘ ۷/۹۸ (۴۱۵۳) کتاب البیعۃ‘ باب البیعۃ علی القول بالعدل .قلت : ہذا حدیث اسنادہ صحیح .
)۲(وعن أبی سعید الخدریؓ قال : قال النبی۔ ﷺ۔ ’’لا تسبوا أصحابی فلو أن أحدکم أنفق مثل أحد ذہبا ما بلغ مد أحدہم و لا نصیفہ.‘‘
رواہ البخاری فی ’’صحیحہ‘‘ ۲/۸۹۸(۳۶۷۳) کتاب فضائل الصحابۃ ‘باب قول النبی۔ﷺ۔ لوکنت متخذا خلیلا. ومسلم فی ’’صحیحہ‘‘ برقم (۲۵۴۰(
অর্থ: (১) হযরত উবাদাহ ইবনে সামেত রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা প্রিয় নবী ﷺ এর হাতে এ মর্মে বাই‘আত গ্রহণ করেছি যে, আমরা সুখ-দুঃখ, পছন্দ-অপছন্দ সর্বাবস্থাতেই তাঁর কথা শুনব ও মানব। এবং কোন ব্যাপারে দায়িত্বশীলের সাথে ঝগড়া ঝাটি করব না। যেখানেই থাকি, ন্যায় নিষ্ঠার সাথে কথা বলব। এবং আল্লাহ তা‘আলার কাজে কোন ভৎসনাকারীর ভৎসনাকে ভয় করবোনা। সূত্র: নাসাঈ শরীফ ৭/৯৮ (৪১৫৩) হাদীসটির সনদ সহীহ।
অর্থ: (২) হযরত আবূ সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন: প্রিয় নবী ﷺ ইরশাদ করেছেন: তোমরা আমার সাহাবীদেরকে গালী দিওনা, কারণ তোমাদের কেউ যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে, তবে তাদের একজনের মুদ পরিমাণ বরং তার অর্ধেক পরিমাণ দানের সমানও হবে না। সূত্র: বুখারী শরীফ, ২/৮৯৮ (৩৬৭৩) মুসলিম শরীফ, হাদীস নং (২৫৪০)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


