একাকী নামাযির সালাম
একাকী নামায আদায়কারীর শুধু ফেরেশতাগনের প্রতি সালাম করার নিয়্যত করাঃ
عن إبن جریج ؒ قال : قلت لعطاء : لیس عن یمینی أحد و عن یساری أناس قال : فابدأ ‘ فسلم من علی یمینک من أجل الملا ئکۃ ثم سلّم علی الذی یسارک .
رواہ عبد الرزاق فی ’’مصنفہ‘‘ ۲/۲۲۱(۳۱۴۰) باب التسلیم
অর্থ: হযরত ইবনে জুরাইজ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন: আমি হযরত আতা রহ. এর নিকট জিজ্ঞাসা করলাম মুসল্লীর ডানে কেউ নেই অথচ বামে অনেক লোক রয়েছে এমতাবস্থায় সে ডানে সালাম ফিরানোর সময় কার নিয়্যত করবে? উত্তরে হযরত আতা রহ. বললেন: তুমি ডান দিক থেকে সালাম দেওয়া শুরু কর। আর ডান দিকের সালামে ডান দিকের ফেরেশতাদেরকে সালাম করার নিয়্যত করবে। আর বাম দিকের সালামে বাম দিকের মুসল্লীদেরকে সালাম করার নিয়ত করবে। সূত্র: মুসান্নাফে আব্দুর রাযযাক ২/২২১ (৩১৪০) হাদীসটির সকল বর্ণনাকারী সিকাহ, সুতরাং এটা সহীহ।
উক্ত হাদীসটি যদিও মাকতূ কিন্তু এ বিষয় যেহেতু কিয়াস করে বলা যায় না তাই উসূলে হাদীস অনুযায়ী নিশ্চয় তিনি কোন সাহাবী রাযি. থেকে তা বর্ণনা করেছেন। আর ঐ সাহাবী রাযি. নবী (আলাইহিস সালাম) থেকে বর্ণনা করেছেন।
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


