Header Ads

উযূতে সম্পূর্ণ মাথা মাসাহ করা সুন্নাত عن مغیرہ بن شعبۃؓ أن النبی۔ﷺ ۔مسح علی الخفین ومقدّم رأسہ وعلی عمامتہ ۰ رواہ مسلم فی’’ صحیحہ‘‘ برقم ( ۲۷۴) کتاب الطہارۃ‘ باب المسح علی الناصیۃوالعمامۃ. অর্থ: হযরত মুগীরা ইবনে শু‘বা রাযি. থেকে বর্ণিত, প্রিয়নবী ﷺ (উযূ করার সময়) দুই মোজা, মাথার অগ্রভাগ ও পাগড়ীর উপর মাসাহ করেছেন”। সূত্র: মুসলিম শরীফ হাদীস নং(২৭৪) এছাড়াও হাদীসটি তিরমিযী শরীফ হাদীস নং (১০০) নাসাঈ শরীফ ১/৫৬(১০৮) ইত্যাদি কিতাবে সহীহ সনদে বর্ণিত আছে। বি: দ্র: বিভিন্ন সময় প্রিয় নবী ﷺ যেহেতু মাথার অগ্রভাগে মাসাহ করেছেন তাই মাথার চারভাগের একভাগ মাসাহ করাই ফরজ। কখনও তিনি সম্পূর্ণ মাথা মাসাহ করেছেন, তবে সেটা সুন্নাত হিসেবে। কারণ সম্পূর্ণ মাথা মাসাহ করা ফরজ হলে কখনও তিনি শুধু অগ্রভাগে মাসাহ এর উপর ক্ষান্ত হতেন না। https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.