Header Ads

তায়াম্মুমে মুখ ও হাত মাসাহ তায়াম্মুমে যমীনে দুবার হাত মেরে সমস্ত মুখ ও দুই হাতের কনুইসহ মাসাহ করতে হবেঃ )۱ (عن جابرؓ عن النبی۔ ﷺ ۔قال :’’التیمم ضربۃ للوجہ و ضربۃللذراعین إلی المرفقین‘‘۰ رواہ الحاکم فی’’ المستدرک ‘‘۱/۱۸۰ (۶۳۸) والدارقطنی فی ’’سننہ‘‘ ۱/ ۱۸۱ (۶۸۰) وہذا لفظ الدار قطنی. ) ۲ (وعن عمار بن یاسرؓ حین تیمموا مع رسول اللہ ۔ﷺ ۔ فأمر المسلمین فضربوا بأکفہم التر اب و لم یقبضوا من التراب شیئا‘ فمسحو ا بوجوہہم مسحۃ وا حدۃ ثم عادوا فضربوا بأکفہم الصعید مرۃ أخری فمسحوا بأیدیہم . رواہ ابن ماجہ فی’’ سننہ‘‘ ۱/ ۳۰۸ (۵۷۱) کتاب الطہارۃ‘ با ب فی التیمم مرتین. وقال محقق ابن ماجہ الشیخ محمود محمد : الحدیث صحیح. অর্থ: (১) হযরত জাবের রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, মহানবী ﷺ ইরশাদ করেছেনঃ “তায়াম্মুম হল মুখমণ্ডল মাসাহ করার জন্য মাটিতে একবার হাত মারা। এর পর উভয় হাত কনুই পর্যন্ত মাসাহ করার জন্য দ্বিতীয়বার মাটিতে হাত মারা। সূত্র: মুসতাদরাকে হাকিম ১/১৮০(৬৩৮) সুনানে দারা কুতনী ১/১৮১ (৬৮০) (অবশিষ্ট-১) অর্থ: (২) হযরত আম্মার বিন ইয়াসার রাযি. থেকে বর্ণিত, হযরত সাহাবায়ে কিরাম রাযি. যখন প্রিয়নবী ﷺ এর সঙ্গে (সর্ব প্রথম) তায়াম্মুম করেছিলেন, তখন তিনি মুসলমানদেরকে তায়াম্মুমের নির্দেশ দিলে তাঁরা তাঁদের হাতকে মাটিতে মারেন তবে তাঁরা হাতে সামান্য মাটিও ধরে রাখেননি। অনন্তর, তাঁরা সমস্ত মুখমণ্ডল একবার মাসাহ করলেন। অতঃপর তাঁরা পুনঃ মাটিতে হাত মেরে তাঁদের হাতসমূহ মাসাহ করলেন। সূত্র:আবূদাউদ শরীফ হাদীস নং (৩২৮) ও (৩১৯), ইবনে মাজাহ শরীফ ১/৩০৮ (৫৭১),ইবনে মাজার টিকায় শায়েখ মাহমুদ মুহাম্মদ বলেন: হাদীসটি সহীহ ।মুসনাদে আহমাদ ৪/৩২০ ও ৪/৩২ https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.