Header Ads

সিজদা থেকে উঠে বসার তরীকা সিজদা থেকে উঠে বাম পা বিছিয়ে তার উপর বসা, ডান পা সোজাভাবে খাড়া রাখা, উভয় পায়ের আঙ্গুলসমূহ সাধ্যমত কিবলার দিকে মুড়িয়ে রাখাঃ )۱(عن عبد اللہ بن عمر عن أبیہ رضی اللہ عنہما ۔ قال : من سنۃ الصلاۃ أن تنصب القدم الیمنی واستقبالہ بأصابعہا القبلۃ‘ والجلوس علی الیسری. رواہ النسا ئی فی ’’سننہ ‘‘ ۲/۱۶۷(۱۱۵۸)کتاب التطبیق‘ باب الاستقبال بأطراف أصابع القدم القبلۃ عند القعود للتشہد. (۲) عن عا ئشۃؓ قالت : کان رسول اللہ ۔ﷺ۔ یستفتح الصلاۃ بالتکبیر ... إلی أن قال : ’’وکان یفرش رجلہ الیسری وینصب رجلہ الیمنی ...الخ‘‘. رواہ الامام مسلم فی ’’صحیحہ‘‘ برقم (۴۹۸) کتاب الصلاۃ ‘ باب مایجمع صفۃ الصلاۃ ومایفتتح بہ...الخ۰ অর্থ: (১) হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. নিজ পিতা উমর রাযি. থেকে বর্ণনা করেন যে, “নামাযে সুন্নাত হলো ডান পা খাড়া রাখা এবং উহার আঙ্গুলসমূহ কিবলার দিকে করে দেওয়া, আর বাম পায়ের উপর বসা। সূত্র: নাসাঈ শরীফ ২/৫৮৬ (১১৫৬) হাদীসটির সনদ সহীহ। দ্রষ্টব্য: আসারুস সুনান পৃষ্ঠা-১৫৪ (অবশিষ্ট-২৩) অর্থ: (২) হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন: প্রিয় নবী ﷺ নামাযকে তাকবীরের মাধ্যমে শুরু করতেন।....(এবং যখন বসতেন তখন) বাম পা বিছিয়ে দিতেন এবং ডান পা খাড়া রাখতেন।সূত্র: মুসলিম শরীফ হাদীস নং(৪৯৮) https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.