মৃত ব্যক্তির জন্য ঈসালে ছাওয়াব করা জায়িয
عن ابن عباسؓ قال : أتی رجل النبی ۔ ﷺ ۔ فقال لہ : ان أختی قد نذرت أن تحج و أنہا ماتت فقال النبی ۔ ﷺ ۔ : ’’ لو کان علیہا دین أکنت قاضیہ ؟ قال : نعم قال : فاقض دین اللہ فہو أحق بالقضاء‘‘.
رواہ البخاری فی ’’ صحیحہ ‘‘ ۴/۱۶۸۲ (۶۶۹۹) (۴۹) کتاب الأیمان و النذر‘ باب من مات و علیہ نذر.
অর্থ: হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি প্রিয়নবী ﷺ এর দরবারে এসে উপস্থিত হয়ে আরজ করলেন: আমার বোন হজ্ব করার মান্নত করেছিল। এখন সে (হজ্ব না করে) মৃত্যুবরণ করেছে। (এখন আমি কি তার পক্ষ থেকে সে হজ্ব আদায় করতে পারি?) প্রিয় নবী ﷺ ইরশাদ করলেন, “তার জিম্মায় যদি কোন ঋণ থাকতো (আর তুমি তা আদায় করে দিতে) তাহলে যথেষ্ট হতো কি না? তিনি বললেন জী হ্যাঁ! নবীজী ﷺ বললেন তুমি আল্লাহর ঋণ আদায় করে দাও। কারণ এটা আদায়ের অধিক উপযুক্ত। সূত্র: বুখারী শরীফ ৪/১৬৮২(৬৬৯৯)
এ হাদীস দ্বারা বুঝা গেল ঈসালে ছাওয়াব জায়িয, কেননা বর্ণিত ব্যক্তি এখানে তার বোনের পক্ষে হজ্ব করে ঈসালে ছাওয়াব করার অনুমতি প্রাপ্ত হয়েছে।
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


