দাফন করার পর মাইয়্যিতের জন্য আমল
দাফন করার পর মাইয়্যিতের মাথার দিকে সূরা বাকারার শুরু এবং শেষ আয়াত সমূহ পড়া সুন্নাতঃ
)۷(عن عبد الرحمن بن العلاء بن اللجلاج عن أبیہ قال : قال لی أبی : یا بنیّ إذا أنا مت فألحدنی فإذا وضعتنی فی لحدی فقل بسم اللہ و علی ملۃ رسول اللہ ثم سن علیّ التراب سنا ثم اقرأ عند رأسی بفاتحۃ البقرۃ و خاتمتہا فإنی سمعت رسول اللہ ۔ ﷺ ۔ یقول ذلک. 
رواہ البیہقی فی’’ سننہ الکبری‘‘ ۴/ ۵۶ (۷۰۶۸).کتاب الجنائز ‘ باب ما ورد قراء ۃ القرأن عند القبر.
অর্থ: হযরত আব্দুর রহমান ইবনে আলা ইবনে লাজলাজ তার পিতা আলা থেকে বর্ণনা করে বলেন যে- আমার পিতা আলা ইবনে লাজলাজ আমাকে লক্ষ্য করে বলেছেন: “হে প্রিয় বৎস! যখন আমি ইনতিকাল করব, তখন আমার জন্য লাহাদ কবর খনন করবে। এরপর যখন আমাকে কবরে রাখার ইচ্ছা করবে তখন বলবে বিসমিল্লাহি ওয়া ‘আলা মিল্লাতি রাসূলিল্লাহ”। এর পরে আমার উপরে আস্তে আস্তে মাটি ফেলবে। অনন্তর, দাফনের পর আমার শিয়রের দিকে সূরা বাকারার শুরু এবং (পায়ের দিকে সূরা বাকারার) শেষ অংশ পড়বে। কারণ, আমি হযরত নবী করীম ﷺ কে এরূপ বলতে শুনেছি। সূত্র: বাইহাকী শরীফ ৪/৫৬ (৭০৬৮) মুজামুত্তাবরানী কাবীর ১৯/২২০ মাজমাউয যাওয়ায়েদ ৩/১২৪ (অবশিষ্ট-৪৫)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
 

 
 


