Header Ads

উভয় দিকে সালাম ফিরানো عن عبد اللہؓ عن النبی ۔ ﷺ ۔ أنہ کان یسلم عن یمینہ وعن یسارہ ألسلام علیکم ورحمۃ اللہ ‘ السلام علیکم ورحمۃ اللہ‘‘. رواہ الترمذی فی’’جامعہ‘‘ برقم (۲۹۵) أبواب الصلاۃ ‘ باب ما جاء فی التسلیم فی الصلاۃ . قال أبوعیسی : ہذا حدیث حسن صحیح والعمل علیہ عند أکثر أہل العلم من أصحاب النبی ۔ ﷺ ۔ ومن بعدہم. অর্থ: হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. প্রিয় নবী ﷺ বর্ণনা করেন যে প্রিয় নবী ﷺ ডান দিকে আস্‌সালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাতেন, এরপর বাম দিকে আস্‌সালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সোম ফিরাতেন। (সাহাবায়ে কিরাম রাযি. ও তাঁদের পরবর্তী অধিকাংশ আহলে ইলমের আমল এই হাদীসের বিষয় বস্তুর উপরই ছিল।) সূত্র: তিরমিযী শরীফ হাদীস নং (২৯৫)ইমাম তিরমিযী রহ. বলেন হাদীসটি “হাসান সহীহ”। https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.