দুরূদ শরীফের পর দু‘আয়ে মাছুরা পড়া
عن أبی بکر الصدیق ؓ أنہ قال لرسول اللہ۔ ﷺ۔’’ علمنی دعا ء أدعو بہ فی صلاتی قال : قل : اللہم انی ظلمت نفسی ظلماَ کثیرا ولا یغفر الذنوب إلا أنت فاغفر لی مغفرۃ من عندک وارحمنی انک أنت الغفور الرحیم ‘‘۰
رواہ البخاری فی ’’صحیحہ‘‘ برقم (۸۳۴)کتاب الاذان‘ باب الدعاء قبل السلام. ومسلم فی ’’صحیحہ ‘‘ برقم (۶۸۶۹)کتاب الذکروالدعاء ‘باب الدعوات والتعوذ.
অর্থ: হযরত আবূ বকর সিদ্দীক রাযি. হতে বর্ণিত, তিনি বলেন: আমি প্রিয়নবী ﷺ এর নিকট আবেদন করলাম যে, আমাকে এমন একটি দু‘আ শিখিয়ে দিন যা আমি নামাযে পড়ব। তিনি বলেন প্রিয় নবী ﷺ আমাকে দু‘আয়ে মাছুরা পড়ার নির্দেশ দিলেন। সূত্র: বুখারী শরীফ হাদীস নং (৮৩৪) মুসলিম শরীফ হাদীস নং (৬৮৬৯) তিরমিযী শরীফ হাদীস নং (৩৫৩১) নাসাঈ শরীফ হাদীস নং (৬৩০৩) ইবনে মাজাহ শরীফ হাদীস নং (৩৮৩৫)
উল্লেখিত হাদীসে বর্ণিত দু‘আয়ে মাছুরা পড়ার স্থান যদিও নিদিষ্ট করা হয়নি কিন্তু একথা স্বীকৃত যে নামাযে কোন লম্বা দু‘আ পড়তে হলে তা দুরূদ শরীফের পরে পড়তে হবে। আর এ জন্যই উলামাগণ বিভিন্ন প্রকার দু‘আ যা নামাযের মধ্যে পড়া প্রমাণিত তা দুরূদের অধ্যায়ের পরে উল্লেখ করেছেন।
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


