সিজদায় হাতের আঙ্গুলসমূহ কিবলামুখী করে রাখা
عن محمد بن عمرو بن عطا ء أنہ کان جالسا مع نفر من أصحاب النبی اللہ ۔ﷺ۔ فذکروا صلاۃ رسول اللہ ۔ﷺ۔ ۰۰۰ فقال : فاذا سجد وضع یدیہ غیر مفترش ولا قابضہما واستقبل أطراف أصابعہ القبلۃ...الخ۰
رواہ ا بن خزیمۃ فی ’’صحیحہ‘‘ ۱/۳۲۴ (۶۴۳) کتاب الصلاۃ ‘ باب استقبال أصابع الیدین من القبلۃ فی السجود.
অর্থ:  হযরত মুহাম্মদ ইবনে আমর ইবনে আতা রহ. থেকে বর্ণিত, তিনি প্রিয় নবী ﷺ  এর কয়েকজন সাহাবার রাযি. সাথে বসা ছিলেন। তাঁরা রাসূলুল্লাহ ﷺ  এর নামায সম্পর্কে আলোচনা করছিলেন। একজন সাহাবী রাযি. বললেন, রাসূলুল্লাহ ﷺ  যখন সিজদা করতেন তখন উভয় হাত এমনভাবে রাখতেন যে তা বিছিয়েও দিতেন না। আবার সংকুচিতও করে রাখতেন না এবং উভয় হাতের আঙ্গুলগুলি কিবলামুখী করে রাখতেন। সূত্র: সহীহে ইবনে খুযাইমাহ ১/৩২৪ (৬৪৩) আবূ দাউদ শরীফ হাদীস নং (৭৩২) হাদীসটির সনদের একজন রাবী ঈসা ইবনে ইবরাহীম ব্যতীত বাকী সকলেই বুখারী শরীফের রাবী এবং নির্ভরযোগ্য। আর ঈসা ইবনে ইবরাহীমও ثقه  (নির্ভরযোগ্য)। দ্রষ্টব্য: তাকরীবুত্তাহযীব পৃষ্ঠা-২৩২
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
 

 
 


