Header Ads

সিজদায় হাতের আঙ্গুলসমূহ সম্পূর্ণ মিলিয়ে রাখা عن علقمۃ بن وائل بن حجر عن أبیہ أن النبی ۔ ﷺ۔ کان إذارکع فرج أصابعہ‘ وإذاسجد ضم أصابعہ . أخرجہ ابن حبان فی’’صحیحہ‘‘ انظر ’’الاحسان‘‘ ۳/۱۵۱(۱۹۱۶) অর্থ: হযরত আলকামা ইবনে ওয়ায়েল ইবনে হুযর রহ. তার পিতা ওয়ায়েল রাযি. থেকে বর্ণনা করেন যে, প্রিয় নবী ﷺ যখন রুকু করতেন তখন আঙ্গুলসমূহ ফাঁক করে রাখতেন এবং যখন সিজদা করতেন তখন আঙ্গুলসমূহ মিলিয়ে রাখতেন। সূত্র: সহীহে ইবনে হিব্বান ৩/১৫১ (১৯১৬) মুস্তাদরাক ১/৩৫০ (৮২৬) সহীহে ইবনে খুযাইমা ১/৩২৪ (৬৪২) (অবশিষ্ট-১৯) https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.