রুকুতে উভয় হাত সম্পূর্ণ সোজা রাখা
রুকুতে উভয় হাত সম্পূর্ণ সোজা রাখা, কনুই বাঁকা না করাঃ
عن عبد المالک بن عمرو قال : اجتمع أبو حمید وأبو سعید وسہل بن سعد و محمد بن مسلمۃ فذکروا صلاۃ رسول اللہ۔ﷺ۔ فوضع یدیہ علی رکبتیہ کأنہ قابض علیہما ووتر یدیہ فنحا ہما عن جنبیہ.
رواہ الامام الترمذی فی ’’جامعہ‘‘ برقم (۲۶۰) وقال حدیث أبی حمید حدیث حسن صحیح.کتاب الصلاۃ‘باب ماجاء انہ یجا فی یدیہ عن جنبیہ فی الرکوع.
অর্থ: হযরত আব্দুল মালেক ইবনে আমর রহ. বলেন: হযরত আবূ হুমাইদ রাযি. ও হযরত আবূ সাঈদ রাযি. ও হযরত সাহল বিন সা‘আদ রাযি. ও হযরত মুহাম্মদ বিন মাসলামা রাযি. এক মজলিসে বসে প্রিয়নবী ﷺ এর নামাযের আলোচনা করছিলেন। এ প্রসঙ্গে তাঁরা বললেন: রুকুতে রাসূলুল্লাহ ﷺ উভয় হাত দ্বারা হাঁটু মজবুত করে ধরলেন এবং উভয় হাত ধনুকের রশির ন্যায় সোজা রাখলেন। আর বাহুকে পাজড় থেকে পৃথক রাখলেন। সূত্র: তিরমিমী শরীফ হাদীস নং (২৬০) আবূ দাউদ শরীফ হাদীস নং (৭২৪) (অবশিষ্ট-১৪)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


