রুকুতে পায়ের গোছা হাঁটু ও উরু সম্পূর্ণ সোজা রাখা
عن سالم البراد ؒ قال لنا أبو مسعود البدریؓ : ألا أصلی لکم صلاۃ رسول اللہ ۔ﷺ۔ قال : فکبر فرکع فوضع کفیہ علی رکبتیہ وفصلت أصابعہ علی ساقیہ وجافی ابطیہ حتی استقر کل شیء منہ.
رواہ النسائی فی’’ سننہ الکبری‘‘ ۱/ ۲۱۷ (۶۲۶) .کتاب الصلاۃ‘ باب التجا فی فی الرکوع
অর্থ: হযরত সালেম বাররাদ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন: আমাকে হযরত আবূ মাসউদ বদরী রাযি. বললেন: আমি কি আপনাকে প্রিয়নবী রাসূল ﷺ এর নামায দেখাব? এই বলে তিনি এক পর্যায়ে তাকবীর দিলেন, এরপর রুকু করলেন, আর আঙ্গুলসমূহ হাঁটুর উপর ফাঁক ফাঁক করে রাখলেন। এবং বাহুকে বগল থেকে দূরে রাখলেন, এমন কি শরীরের হাড্ডির প্রত্যেক জোড়া তার নির্ধারিত স্থানে বসে গেল। সূত্র: নাসাঈ শরীফ কুবরা ১/২১৭ (৬২৬) আবূ দাউদ শরীফ হাদীস নং (৮৬৩) মুসনাদে আহমাদ ৪/১১৯ তাবারানী কাবীর ১৭/২৪০ (৬৬৮) (অবশিষ্ট-১৫)
উল্লেখ্য যে, এই হাদীসে হাড্ডির প্রত্যেক জোড়া তার নির্ধারিত স্থানে বসে যাওয়ার কথা বলা হয়েছে। আর রুকু অবস্থায় ইহার উপর পুরোপুরি আমল করা তখনই সম্ভব হবে যখন পায়ের গোছা, হাঁটু ও উরু সম্পূর্ণ সোজা থাকবে।
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


