নামাযে মহিলাদের বসার নিয়ম
)۴(عن إبراہیم قال : و تجلس المرأۃ من جانب فی الصلاۃ 
رواہ الامام ابن أبی شیبۃ فی ’’مصنفہ‘‘ ۱/۲۴۳(۲۷۹۲) قلت : ہذا إسناد صحیح .
অর্থ: হযরত ইবরাহীম নাখঈ রহ. থেকে বর্ণিত, তিনি বলেন: মহিলা নামাযের মধ্যে তার এক পার্শ্বে বসবে। সূত্র: মুসান্নাফে ইবনে আবি শাইবা ১/২৪৩ (২৭৯২) সনদটি সহীহ।
হযরত কাতাদা রহ. থেকে অপর এক রিওয়ায়াতে একথা সুস্পষ্টভাবে রয়েছে যে, মহিলা দুই সিজদার মাঝখানে বাম পার্শ্বের উপর বসবে এবং উভয় পা ডান দিকে বের করে দিবে। সূত্র: মুসান্নাফে আব্দুর রায্যাক ৩/১৩৯ (৫০৭৫) সনদটি সহীহ।
আলোচ্য হাদীসসমূহ দ্বারা একথা প্রতীয়মাণ হল যে, পুরুষ ও মহিলাদের নামাযের মধ্যে কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে। কাজেই যারা একথা বলেন যে, উভয়ের নামায একই, কোন পার্থক্য নেই, তাদের কথা ঠিক নয়। এখানে আমরা শুধু কয়েকটি পার্থক্যের প্রমাণ উল্লেখ করেছি। এছাড়াও আরো পার্থক্য রয়েছে। বিস্তারিত জানার জন্য লেখকের রচিত “নবীজীর (ﷺ ) সুন্নাত” নামক পুস্তিকা দ্রষ্টব্য।
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
 

 
 


