মহিলাদের রুকু ও সিজদার নিয়ম
)۳(عن یزید بن أبی حبیبؓ أن رسول اللہ ۔ﷺ۔ مرَّ علی إمرأتین تصلیان فقال : إذا سجدتما فضمّا بعض اللحم الی الأرض‘ فإن المرأۃ لیست فی ذلک کالرجل .
رواہ ألإمام أبوداود فی’’ مراسیلہ ‘‘ برقم )۸۷(
অর্থ: হযরত ইয়াযীদ ইবনে আবী হাবীব রাযি. থেকে বর্ণিত, প্রিয়নবী ﷺ একদা নামাযরত দুজন মহিলার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তাদেরকে লক্ষ্য করে বললেন: তোমরা যখন সিজদা করবে তখন দেহের কিছু অংশকে জমীনের সাথে মিলিয়ে রাখবে। কেননা মেয়েরা এক্ষেত্রে পুরুষের মত নয়। সূত্র: মারাসীলে আবূ দাউদ হাদীস নং (৮৭) (অবশিষ্ট-৩০)
মোট কথা মহিলারা সকল রুকন যথাসম্ভব সঙ্কুচিত হয়ে আদায় করবে। হযরত আতা রহ. এর অপর একটি উক্তি থেকেও এ কথাই সমর্থিত হয়। তিনি বলেন:
تجمع المرأۃ اذا رکعت. ترفع یدیہا إلی بطنہا ‘ و تجتمع ما استطا عت فإذا سجدت فلتضم یدیہا الیہا وتنضم بطنہا و صدرہا إلی فخذیہا و تجتمع ما استطاعت
رواہ عبد الرزاق فی ’’ مصنفہ ‘‘ ۳/۱۳۷.
অর্থাৎ, মহিলা যখন রুকু করবে তখন জড়োসড়ো হয়ে থাকবে। হাতদ্বয়কে পেটের সাথে মিলিয়ে নিবে এবং যথা সম্ভব সংকুচিত হয়ে থাকবে আর যখন সিজদা করবে তখন হাতদ্বয়কে দেহের সাথে মিলিয়ে রাখবে। পেট ও সিনাকে রানের সাথে মিলিয়ে রাখবে। এবং সম্ভাব্য সংকুচিত হয়ে থাকবে। সূত্র: মুসান্নাফে আব্দুর রাযযাক ৩/১৩৭ (৫০৬৯) হাদীসটির সনদ সহীহ।
অনুরূপভাবে এ প্রসঙ্গে প্রসিদ্ধ তাবেঈ হযরত হাসান বসরী রহ. ও হযরত কাতাদার রহ. ক্বওল লক্ষণীয় তারা বলেন:
إذا سجدت المرأۃ فإنہا تضم ما استطاعت ولا تتجافی لکئ لا ترفع عجیزتہا.
অর্থাৎ, মহিলা যখন সিজদা করবে তখন যথা সম্ভব সংকুচিত হয়ে থাকবে এবং ছড়িয়ে থাকবে না যাতে করে তার কোমর উঁচু না হয়ে যায়। সূত্র: মুসান্নাফে আব্দুর রায্যাক ৩/১৩৭ (৫০৬৮) হাদীসটির সনদ সহীহ। অনুরূপ ক্বওল হযরত ইবরাহীম নাখঈ রহ. থেকেও বর্ণিত আছে। তা নিম্নরূপঃ
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


