দু’টি কথা
হামদ ও সালাত-সালামের পর, মহান আল্লাহ তা‘আলা সৃষ্টির শ্রেষ্ঠ করে মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তার উভয় জগতে কল্যাণের জন্য নবী কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে নমুনা হিসেবে পাঠিয়েছেন।
নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করলে মুসলমানদের সকল কাজ আল্লাহ তা‘আলার বন্দেগীতে পরিণত হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুন্নাত ছিল প্রত্যেক নতুন হালাত ও অবস্থায় আল্লাহ তা‘আলাকে স্মরণ করা এবং তাঁর প্রত্যেক নি‘আমতের শোকর আদায় করা। যেগুলোকে মাসনূন দু‘আ বলা হয়। হাদীসের কিতাবে ঐসকল মাসনূন দু‘আসমূহ বর্ণিত আছে। তবে সাধারণ লোকদের জন্য হাদীসের কিতাব থেকে মাসনূন দু‘আ বের করে আমল করা বড়ই কষ্টসাধ্য ব্যাপার, এতে কোন সন্দেহ নেই।
তাই দীর্ঘদিন যাবত আমার অন্তরে একান্ত ইচ্ছা ছিল, দৈনন্দিন জীবনের সর্বাধিক প্রয়োজনীয় মাসনূন দু‘আ এবং কিছু সহীহ দুরূদ শরীফ প্রমাণসহ পুস্তিকা আকারে মুসলমান ভাইদের খেদমতে পেশ করা।
আল্লাহ পাকের অশেষ শোকর, তিনি আমার দীর্ঘদিনের আশাকে পূর্ণ করেছেন- আলহামদুলিল্লাহ।
এ মুহূর্তে যার কথা স্মরণ না করে পারছি না তিনি হলেন মুহতারাম মাওলানা আব্দুল মালেক সাহেব, তিনি দু‘আ/ দুরূদসমূহের হাওয়ালাসহ প্রকাশ করার কাজে যথেষ্ট সহযোগিতা করেছেন। আল্লাহ তা‘আলা তাঁর ইলম ও আমলে বরকত দান করুন।
মহান আল্লাহ তা‘আলা যেন এ অধমকে এবং এর প্রকাশক ও এর জন্য যারা মূল্যবান শ্রম দিয়েছেন তাদের সকলকে দীনের উপর কায়েম রাখেন এবং পুস্তিকাটি তাঁর খাছ অনুগ্রহে মুসলিম মিল্লাতের জন্য উপকারী করে দেন। আমীন।
সমাপ্ত
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


