সিজদা অবস্থায় চেহারা রাখার তরীকা
দুই হাতের মাঝখানে খালী জায়গায় মুখমণ্ডল রেখে সিজদা করা এবং নাকের দৃষ্টি অগ্রভাগের দিকে রাখাঃ
)۱(عن علقمۃ بن وا ئل ومولی لہم أنہما حدثاہ عن أبیہ وائل بن حجر أنہ رأی النبی ۔ﷺ۔ ’’رفع یدیہ حین دخل فی الصلاۃ کبر ...فلما سجد سجد بین کفیہ‘‘.
رواہ الامام مسلم فی’’صحیحہ‘‘ برقم (۴۰۱).کتاب الصلاۃ‘باب وضع یدہ الیمنی علی الیسری بعد تکبیرۃ الاحرام...
)۲(عن عا ئشۃؓ ...دخل رسول اللہ ۔ﷺ۔ الکعبۃ ماخلف بصرہ موضع سجودہ حتی خرج منہا۰
رواہ الحاکم فی ’’المستدرک ‘‘۱/۴۷۹ (۱۷۶۱) وقال : حدیث صحیح علی شرط الشیخین ولم یخرجاہ.
অর্থ: (১) হযরত আলকামা ইবনে ওয়ায়েল ইবনে হুজর রহ. ও তাদেরই একজন দাস তাঁর পিতা ওয়ায়েল রাযি. থেকে বর্ণনা করেন যে, তিনি প্রিয় নবী ﷺ কে দেখেছেন যে তিনি নামায শুরু করার সময় উভয় হাত উঠিয়ে তাকবীর বলতেন। এরপর যখন সিজদা করতেন তখন উভয় হাতের মাঝখানে চেহারা রেখে সিজদা করতেন। সূত্র: মুসলিম শরীফ হাদীস নং (৪০১) আবূ দাউদ শরীফ হাদীস নং(৭২৩) মুসনাদে আহমদ ৪/৩১ (১৮৮৬৬) মুসনাদে আবূ আওয়ানা ১/৫০৩ (১৮৭৯) সহীহে ইবনে হিব্বান দ্রষ্টব্য: আল ইহসান হাদীস নং (১৮৬২) সহীহে ইবনে খুযাইমা ১/৩২৩(৬৪১)
অর্থ:(২) হযরত আয়িশা রাযি. হতে বর্ণিত, তিনি বলেন: হযরত রাসূলুল্লাহ ﷺ যখন কা‘বা শরীফ প্রবেশ করেন তখন তিনি কা‘বা শরীফ থেকে রের হওয়া পর্যন্ত দৃষ্টিকে সিজদার জায়গা থেকে হটাননি। (বি: দ্র: সিজদায় নাকের অগ্রভাগের দিকে নজর রাখলে সিজদার স্থানে নজর রাখা হয়।) সূত্র: মুসতাদরাকে হাকিম ১/৪৭৯ (১৭৬১) (অবশিষ্ট-২০)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


