Header Ads

রুকুতে মাথা পিঠ ও কোমর সমান রাখা রুকুতে মাথা পিঠ ও কোমর সমান রাখা, মাথা উঁচু নিচু না করাঃ )۱(عن عائشۃؓ قالت : کان رسول اللہ-ﷺ۔إذارکع لم یشخص راسہ ولم یصوبہ ولکن بین ذلک ۰ رواہ مسلم فی’’ صحیحہ‘‘ برقم ( ۴۹۸) کتاب الصلاۃ‘ باب الإ عتدال فی السجود. )۲(عن محمد بن عمرو بن عطاء أنہ کان جالسا مع نفر من أصحا ب النبی -ﷺ- فذکرنا صلاۃ النبی-ﷺ-فقال أبو حمید الساعدی أنا کنت أحفظکم لصلاۃ رسول اللہ - ﷺ- رأیتہ إذا کبر جعل یدیہ حذاء منکبیہ وإذارکع أمکن یدیہ من رکبتیہ ثم ہصرظہرہ۰ رواہ البخاری فی’’صحیحہ‘‘ ۱/۱۹۹(۸۲۸) کتاب الأذان‘ باب سنیۃ الجلوس فی التشہد. অর্থ:(১) হযরত আয়িশা রাযি. হতে বর্ণিত, তিনি বলেন: প্রিয়নবী ﷺ যখন রুকু করতেন তখন মাথা নিচু করতেন না এবং উঁচু ও করতেন না, বরং মাথা পিঠ কোমরের সমান রাখতেন। সূত্র: মুসলিম শরীফ হাদীস নং (৪৯৮) অর্থ: (২) হযরত মুহাম্মদ ইবনে আমর ইবনে আতা রাযি. থেকে বর্ণিত, তিনি একদা সাহাবায়ে কিরামের এক জামা‘আতের সাথে বসা ছিলেন, ইত্যবসরে হযরত আবূ হুমাইদ সাঈদী রাযি. বলে উঠলেন, প্রিয় নবী ﷺ এর নামায তোমাদের মধ্যে আমিই সবচেয়ে ভালভাবে সংরক্ষণ করেছি, তিনি বলেন: আমি তাঁকে দেখেছি যখন তিনি তাকবীরে তাহরীমার জন্য হাত উঠাতেন তখন তাঁর হাতের কব্জি কাঁধ বরাবর (এবং আঙ্গুল কান বরাবর) রাখতেন। আর যখন রুকু করতেন তখন উভয় হাত দ্বারা হাটুদ্বয়কে মজবুতভাবে ধরতেন, অনন্তর তিনি পিঠকে বিছিয়ে দিতেন । সূত্র:বুখারী শরীফ ১/১৯৯ (৮২৮) উল্লেখ্য যে প্রথম হাদীস দ্বারা মাথাকে অন্যান্য অঙ্গের বরাবর রাখা ও দ্বিতীয় হাদীস দ্বারা পিঠ সম্পূর্ণ বিছিয়ে রাখার বিষয়টি প্রমাণিত হয়েছে। এমন কি ইবনে মাজার এক হাদীসে এসেছে যে, নবীজী ﷺ পিঠকে এমনভাবে বিছিয়ে দিতেন যে, উহার উপর পানি প্রবাহিত করে দিলে তা স্থির হয়ে যেত। দ্রষ্টব্য: ইবনে মাজাহ হাদীস নং (৮৭২) https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.