Header Ads

রুকুতে কমপক্ষে তিনবার রুকুর তাসবীহ পড়া عن حذیفۃ بن الیمانؓ انہ سمع رسول اللہ ۔ﷺ ۔یقول إذا رکع سبحان ربی العظیم ثلاث مرات وإذاسجد قال سبحان ربی الأ علی ثلاث مرات ۰ رواہ ابن ماجہ فی’’ سننہ ‘‘ ۱/۴۸۰(۸۸۸) کتاب اقامۃ الصلاۃ والسنۃ فیہا. باب التسبیح فی الرکوع والسجود. অর্থ: হযরত হুজাইফা ইবনে ইয়ামান রাযি. হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ ﷺ থেকে শুনেছেন, যখন তিনি রুকু করতেন তখন তিন বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেন। এরপর যখন সিজদা করতেন তখন তিন বার সুবহানা রাব্বিয়াল আ‘লা পড়তেন। সূত্র: ইবনে মাজাহ শরীফ হাদীস নং (৮৮৮) সুনানে দারাকুতনী ১/৩৪০ (১২৭৮) সহীহে ইবনে খুযাইমা ১/৩৩৩ (৬৬৮) তাহাভী শরীফ ১/২৩৫ (অবশিষ্ট-১৬) https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.