Header Ads

বৈঠকে তাশাহুদের ১ম আমল বৈঠকে আশহাদু বলার সঙ্গে সঙ্গে মধ্যমা ও বৃদ্বাঙ্গুলের মাথা এক সঙ্গে মিলিয়ে গোলাকার বৃত্ত বানানো এবং কনিষ্ঠা ও অনামিকা আঙ্গুলদ্বয় মুড়িয়ে রাখা এবং লা-ইলাহা বলার সময় শাহাদাত আঙ্গুল উঁচু করে ইশারা করাঃ عن وا ئل بن حجرؓ قال : لأ نظرن إلی صلاۃ رسول اللہ ۔ﷺ ۔...’’ثم جلس فافترش رجلہ الیسری ‘ ووضع یدہ الیسری علی فخذہ الیسری وحد مرفقہ الأیمن علی فخذہ الیمنی وقبض ثنتیہ وحلق حلقۃ ‘ ورأیتہ یقول : ہکذا وحلق بشر الإبہام والوسطی‘ وأشار بالسبابۃ. رواہ أبوداؤد فی ’’سننہ‘‘ برقم (۷۲۶) کتاب الصلاۃ ‘ باب رفع الیدین فی الصلاۃ. অর্থ: হযরত ওয়ায়েল ইবনে হুজর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন: আমি মনে মনে ইচ্ছা পোষণ করলাম যে, আমি প্রিয় নবী ﷺ এর নামায দেখব (তিনি পূর্ণ নামাযের বর্ণনা দিয়ে তাঁর বসা সম্পর্কে বললেন) এরপর রাসূল ﷺ বাম পা বিছিয়ে তার উপর বসলেন আর বাম হাত বাম রানের উপর রাখলেন। আর ডান হাতের কনুইকে ডান রানের উপর উঁচু করে রাখলেন এবং (কনিষ্ঠা ও অনামিকা) এই দুই আঙ্গুলকে মুড়িয়ে রাখলেন। এবং (মধ্যমা ও শাহাদাত আঙ্গুল দিয়ে) গোলাকার বৃত্ত বানালেন (এ পর্যন্ত এসে বর্ণনাকারী সাহাবী বলেন) আমি প্রিয়নবী ﷺ কে দেখলাম যে তিনি এরূপ করেছেন। (কিরূপ করেছেন সেটা সাহাবী রাযি. কাজের মাধ্যমে তাঁর ছাত্রদেরকে দেখিয়েছেন। আর সেই আকৃতিটাকে ইমাম আবূ দাউদের উস্তাদ মুসাদ্দাদ তাঁর উস্তাদ বিশির থেকে এভাবে ব্যক্ত করেন যে) তাঁর মধ্যমা ও বৃদ্ধাঙ্গুল দ্বারা গোলাকার বৃত্ত বানান এবং শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করেন। সূত্র: আবূ দাউদ শরীফ হাদীস নং (৭২৬) ইবনে মাজাহ শরীফ হাদীস নং (৯১২) হাদীসটির সকল বর্ণনাকারী ثقا ت সুতরাং এর সনদ সহীহ। https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.