Header Ads

বৈঠকে তাশাহুদের ২য় আমল তাশাহহুদে ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুলের মাথা সামান্য ঝুঁকানোঃ عن مالک بن نمیر الخز اعی عن أبیہ قال رأیت رسول اللہ ۔ﷺ۔ وہو قاعد فی الصلاۃ قد وضع ذراعہ الیمنی علی فخذہ الیمنی رافعاَبإصبعہ السبابۃ قد أحناہا شیئا وہو یدعو۰ رواہ و احمد فی ’’ مسندہ ‘‘۳/۴۷۱(۱۵۸۷۲)والنسائی فی ’’سننہ‘‘ ۳/۲۸(۱۲۷۴) کتاب السہو‘ باب إحناء السبابۃ فی الإشارۃ. অর্থ: হযরত মালেক ইবনে নুমাইর আলখুযায়ী স্বীয় পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন যে, আমি প্রিয়নবী ﷺ কে নামাযে বসা অবস্থায় দেখেছি যে ডান হাতকে ডান রানের উপর রাখলেন এমতাবস্থায় যে, ইশারা করার সময় শাহাদাত আঙ্গুল উঁচু করে রাখলেন, আর ইল্লাল্লাহ বলার সময় সামান্য নীচে ঝুঁকিয়ে দিলেন। সূত্র: নাসাঈ শরীফ ৩/২৮ হাদীস নং ১২৭৪ আবূ দাউদ শরীফ হাদীস নং (৯৯১) সহীহে ইবনে হিব্বান হাদীস নং (১৯৪৬) মুসনাদে আহমাদ ৩/৪৭১ (১৫৮৭২) সহীহে ইবনে খুযাইমা ১/৩৫৫ (৭১৬) বাইহাকী শরীফ ২/১৮৯ (২১৮৫) (অবশিষ্ট-২৪) https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.