রুকু হতে উঠার পর তাসবীহ
রুকু হতে উঠার সময় ইমামের সামি‘আল্লাহু লিমান হামিদাহ তারপর মুক্তাদীর রাব্বানা লাকাল হামদ এবং একাকী নামায আদায় কারীর উভয়টি বলাঃ
)۱(عن أنس بن مالکؓ أنہ قال : قال رسول اللّہ ۔ﷺ ۔ ’’إنما جعل الامام لیؤتم بہ‘ وإذا قال : سمع اللہ لمن حمدہ‘ فقولوا ربنا لک الحمد‘‘ ۰
رواہ البخاری فی’’ صحیحہ‘‘ ۱/۱۷۹ (۷۳۴) کتاب الأذان ‘ باب إیجاب التکیر وافتتاح الصلاۃ.
)۲(عن أبی بکربن عبدالرحمن بن الحارث أنہ سمع أباہریرۃؓ یقول: کان رسول اللہ ۔ﷺ۔ إذا قام إلٰی الصلاۃ‘ یکبر حین یقوم ثم یکبر حین یرکع ثم یقول سمع اللہ لمن حمدہ حین یرفع صلبہ من الرکعۃ ثم یقول وہو قائم : ربنالک الحمد .
رواہ البخاری فی ’’ صحیحہ‘‘ ۱/۱۹۰(۷۸۹) کتاب الأذان‘ باب التکبیر إذا قام من السجود.
অর্থ: (১) হযরত আনাস ইবনে মালেক রাযি. হতে বর্ণিত, তিনি বলেন: হযরত রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেনঃ ইমাম এই জন্য বানানো হয়েছে যেন তার ইক্তিদা করা হয়, ইমাম যখন “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলে তখন তোমরা “রাব্বানা লাকাল হামদ” বলবে। সূত্র: বুখারী শরীফ ১/১৭৯ (৭৩৪)
অর্থ: (২) হযরত আবূ বকর ইবনে আবদুর রহমান ইবনে হারিস রহ. থেকে বর্ণিত, তিনি হযরত আবূ হুরাইরাহ রাযি. কে বলতে শুনেছেন যে, হযরত রাসূলুল্লাহ ﷺ যখন নামায শুরু করতেন তখন তাকবীর বলতেন, এরপর রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন, এরপর রুকু থেকে উঠার সময় তিনি “সামি‘আল্লাহু লিমান হামিদাহ” বলতেন। এরপর পূর্ণ সোজাভাবে দাঁড়িয়ে “রব্বানা লাকাল হামদ” বলতেন। সূত্র: বুখারী শরীফ ১/১৯০ (৭৮৯) মুসলিম শরীফ হাদীস নং (৩৯২) বাইহাকী ২/১২৭ (২৭৬৮)
উল্লেখ্য, দ্বিতীয় হাদীসে যখন নবী কারীম ﷺ একা নামায পড়তেন তখনকার নিয়ম বর্ণিত হয়েছে।
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


