তাকবীর বলা অবস্থায় সিজদায় যাওয়া
عن أبی سلمۃ بن عبد الرحمن أن أباہریرۃؓ کان یکبر فی کل صلاۃ من المکتویۃ وغیرہا فی رمضان وغیرہ فیکبر حین یقوم ثم یکبر حین یرکع ثم یقول أللہ أکبر حین یہوی ساجدََا۰
رواہ البخاری فی ’’صحیحہ ‘‘۱/۱۹۳ (۸۰۳) کتاب الاذان ‘ باب یہوی بالتکبیر حین یسجد. ومسلم فی ’’صحیحۃ‘‘ برقم (۳۹۲) کتاب الصلاۃ‘ باب اثبات التکبیر فی کل رفع وخفض فی الصلاۃ...
অর্থ: হযরত আবূ সালামা ইবনে আব্দুর রহমান রহ. থেকে বর্ণিত, তিনি বলেন: হযরত আবূ হুরাইরাহ রাযি. প্রত্যেক নামাযে তাকবীর বলতেন, চাই তা ফরজ নামায হোক বা অন্য নামায হোক। রমাযান মাস হোক বা অন্য মাস হোক। নামায শুরু করার সময় তাকবীর বলতেন, এরপর রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন। এরপর রুকু থেকে সিজদায় যাওয়া অবস্থায় আল্লাহু আকবার বলতেন। সূত্র: বুখারী শরীফ ১/১৯৩ (৮০৩) মুসলিম শরীফ হাদীস নং (৩৯২) আবূ দাউদ শরীফ হাদীস নং (৮৩৬) নাসাঈ শরীফ হাদীস নং (১০২৩) তিরমিযী শরীফ হাদীস নং (২৫৪)
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


