একই বৈঠকে এক সঙ্গে তিন তালাক
একই বৈঠকে এক সঙ্গে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবেঃ
)۱(عن ابن شہاب أن سہل بن سعد الساعدی ؓ أخبرہ أن عویمرا العجلانیؓ جاء الی عاصم بن عدی الأنصاری ... فتلاعنا و أنا مع الناس عند رسول اللہ ۔ ﷺ ۔ فلما فرغا قال عویمر : کذبت علیہا یا رسول اللہ ! إن أمسکتہا فطلقہا ثلاثا قبل أن یأمرہ رسول اللہ ۔ ﷺ ۔ قال إبن شہاب : فکانت تلک سنۃ المتلاعنین .
رواہ البخاری فی ’’ صحیحہ ‘‘ ۳/ ۱۳۵۱(۵۲۵۹) کتاب الطلاق ‘ باب من أجاز الطلاق الثلاث لقول اللہ تعالی الطلاق مرتان ... الخ .
)۲(عن عائشۃؓ أن رجلا طلق إمرأۃ ثلاثا فتزوجت فطلق فسئل النبی ۔ ﷺ ۔ أتحل للأول ؟ قال : لا حتی یذوق عسیلتہا کما ذاق الأول.
رواہ البخاری فی ’’صحیحہ ‘‘ ۳/ ۱۳۵۱( ۵۲۶۱) کتاب الطلاق‘ الباب السابق
অর্থ: (১) হযরত সাহাল ইবনে সা‘আদ রাযি. থেকে এক দীর্ঘ হাদীসে বর্ণিত আছে যে, একদা হযরত উয়াইমির নামক সাহাবী রাযি. ও তাঁর স্ত্রী প্রিয়নবী ﷺ এর দরবারে লি‘আন (একে অপর কে বিশেষ কছম) করছিলেন। উভয়ে যখন লি‘আন থেকে ফারেগ হলেন তখন হযরত উয়াইমির রাযি. বলে উঠলেন: ইয়া রাসূলুল্লাহ! আমি যদি তাকে স্ত্রী হিসেবে রাখি তাহলে আমি তো তাকে মিথ্যা অপবাদ দিয়েছি। (এমতাবস্থায় আমি তাকে কি করে রাখি এটা বলেই) প্রিয়নবী ﷺ তাকে কোন হুকুম দেয়ার পূর্বেই সে তাকে (স্ত্রীকে ঐ মজলিসেই) এক বাক্যে তিন তালাক দিয়ে দিল। হাদীসের বর্ণনা কারী ইবনে শিহাব রহ. বলেন: এ ঘটনাই লি‘আন কারীদের আদর্শ হিসাবে স্বীকৃতি লাভ করে। সূত্র: বুখারী শরীফ ৩/১৩৫১(৫২৫৯) মুসলিম শরীফ হাদীস নং (১৪৯২)
লক্ষণীয় যে, এই হাদীসে সাহাবী কর্তৃক এক সাথে তিন তালাক দেয়ায় মহানবী ﷺ উহাকে বাতিল বলেন নাই। বুঝা গেল এক মজলিসে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হয়।
অর্থ: (২) হযরত আয়িশা রাযি. থেকে বর্ণিত এক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিল। অতঃপর সে স্ত্রী অন্যত্র বিবাহ বসল। অনন্তর দ্বিতীয় স্বামী তাকে (মিলনের পূর্বে) তালাক দিল। প্রিয়নবী ﷺ কে সেই মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করা হল যে, সে কি এখন প্রথম স্বামীর জন্য হালাল হবে? তিনি জবাব দিলেন যে, না যতক্ষণ না দ্বিতীয় স্বামী এ স্ত্রীর স্বাদ আস্বাদন করে নেয়। যেমনিভাবে প্রথম স্বামী তার স্বাদ আস্বাদন করেছিল। সূত্র: বুখারী শরীফ ৩/১৩৫১ (৫২৬১)
এই হাদীস দ্বারাও প্রতীয়মান হল যে, এক সঙ্গে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হয়। অন্যথায় প্রিয়নবী ﷺ এটাকে অস্বীকার করতেন। এবং এক তালাকের সিদ্ধান্ত দিয়ে তার প্রথম স্বামীর জন্য হালাল হওয়ার ফয়সালা দিতেন।
https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi


