Header Ads

কিরান ও তামাত্তু কারীর জন্য হজ্জের ১০ তারিখ কিরান ও তামাত্তু কারীর জন্য হজ্জের ১০ তারিখে রমী, কুরবানী ও মাথা মুন্ডানোর মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিবঃ )۱(عن أنس بن مالکؓ أن رسول اللہ ۔ ﷺ ۔ أتی منی ‘ فأتی الجمرۃ ‘ فرماہا ‘ ثم أتی منزلہ بمنی ‘ و نحر ‘ ثم قال للحلاق خذ وأشار إلی حاجبہ الأیمن ثم الأیسر ‘ ثم جعل یعطیہ الناس . رواہ الإمام مسلم فی ’’ صحیحہ ‘‘ برقم (۱۳۰۵) کتاب الحج‘ باب بیان أن السنۃ یوم النحر أن یرمی ثم ینحر ثم یحلق و الابتداء فی الحلق بالجانب الأیمن من رأس الملحلوق. )۲(و عن ابن عباسؓ قال : من قدم شیئا من حجہ أو أخّرہ فلیہرق لذلک د ما ‘‘. رواہ الإمام إبن أبی شیبۃ فی ’’ مصنفہ ‘‘ ۳/۳۴۵(۱۴۹۵۴( অর্থ: (১) হযরত আনাস ইবনে মালেক রাযি. থেকে বর্ণিত: প্রিয় নবী ﷺ মিনায় এসে জামরাতে আসলেন। অনন্তর বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করলেন। তারপর মিনাতে অবস্থিত স্বীয় তাবুতে আসলেন। এরপর কুরবানী করে মাথা মুন্ডানোর জন্য নাপিতকে মাথার ডান পার্শ্বের প্রতি ইশারা করে বললেন যে, নাও হলক কর। এরপর বাম পার্শ্বের প্রতি ইশারা করলেন। অতঃপর (হলক কৃত সেই চুল মোবারক) উপস্থিত লোকজনকে দিতে লাগলেন। সূত্র: মুসলিম শরীফ হাদীস নং (১৩০৫) আবূ দাউদ শরীফ হাদীস নং (১৯৮১)তিরমিযী শরীফ হাদীস নং (৯১২) উল্লেখ্য যে, এ হাদীসের মাধ্যমে একথা প্রমাণিত হচ্ছে যে, প্রিয় নবী ﷺ কঙ্কর নিক্ষেপ, কুরবানী এ মাথা মুন্ডানোর মাঝে ধারাবাহিকতা বজায় রেখেছেন। আর সামনের হাদীস দ্বারা প্রমাণিত হবে যে, একাজ গুলোর মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব। নতুবা দম ওয়াজিব হবে। অর্থ: (২) হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত তিনি বলেন: যে ব্যক্তি স্বীয় হজ্বের কার্যাবলীর মধ্য হতে কোন একটিকে (তার স্থান থেকে) আগে করে ফেললঃ অথবা পরে করল সে যেন এর জন্য দম দেয়। (কোন কোন বর্ণনায় আছে সে যেন জবাই করে। যেহেতু সে ওয়াজিব ভঙ্গ করেছে।) সূত্র: মুসান্নাফে ইবনে আবী শাইবা ৩/৩৪৫ (১৪৯৫৪) (অবশিষ্ট-৪৬) https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.