Header Ads

তারাবীহ পড়িয়ে বিনিময় তারাবীহ পড়িয়ে বিনিময় দেয়া-নেয়া জায়িয নয়ঃ )۱(عن عبد اللہ بن مغفلؓ أنہ صلی بالناس فی شہر رمضان فلما کان یوم الفطر بعث إلیہ عبید اللہ بن زیاد بحلۃ و بخمس ماءۃ درہم فردہا و قال : إنا لا نأخذ علی القرأن أجرا . رواہ ابن ابی شیبۃ فی ’’ مصنفہ‘‘ ۲/۱۷۰ ( ۷۷۳۸( )۲(عن عبد الرحمن بن شبلؓ قال : قال رسول اللہ ۔ ﷺ ۔’’اقرأوا القرأن و لا تأکلوا بہ و لا تستکثروا بہ و لا تجفوا عنہ ولا تغلوا فیہ‘‘. رواہ ابن ابی شیبۃ فی ’’ مصنفہ ‘‘ ۲/ ۱۷۱( ۷۷۴۲( অর্থ: (১) হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মুগাফ্‌ফাল রাযি. থেকে বর্ণিত, যে তিনি রমাযান মাসে মুসল্লীদেরকে নিয়ে তারাবীহ নামায পড়িয়েছেন। অনন্তর ঈদের দিন উবাইদুল্লাহ ইবনে যিয়াদ এক জোড়া পোশাক ও পাঁচশত টাকা তাঁর নিকট পাঠালে তিনি এই বলে তা ফিরিয়ে দিলেন যে, আমরা কুরআন পড়ে এর কোন বিনিময় গ্রহণ করি না। সূত্র: মুসান্নাফে ইবনে আবী শাইবা ২/১৭০ (৭৭৩৮) (অবশিষ্ট- ৪১) অর্থ: (২) হযরত আব্দুর রহমান ইবনে শিবল রাযি. বর্ণনা করেন, মহানবী ﷺ ইরশাদ করেছেন: “তোমরা কুরআন পড়, কিন্তু এর বিনিময় গ্রহণ করো না এবং এর মাধ্যমে (দুনিয়াতে) অধিক আশা করো না। এর থেকে দূরে সরে যেয়ো না এবং এর ব্যাপারে বাড়াবাড়ি করো না।” সূত্র: মুসান্নাফে ইবনে আবী শাইবাহ ২/১৭১ (৭৭৪২) মুসান্নাফে আব্দুর রায্‌যাক হাদীস নং (১৯৪৪৪) https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.