Header Ads

তারাবীর নামায বিশ রাকা‘আত তারাবীর নামায বিশ রাকা‘আত পড়তে হবেঃ )۱(عن ا بن عباسؓ أن رسول اللہ ۔ ﷺ ۔ کان یصلی فی رمضان عشرین رکعۃ و الوتر. رواہ ابن ابی شیبۃ فی ’’ مصنفہ ‘‘ ۲/ ۱۶۲ (۷۶۹۰) )۲(و عن السائب بن یزید قال : کنا نقوم من زمن عمر بن الخطاب ؓ بعشرین رکعۃ . رواہ البیہقی فی ’’ السنن الکبری ‘‘ ۲/۶۹۹ ( ۴۶۱۷) অর্থ: (১) হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, প্রিয়নবী ﷺ রমজান মাসে বিশ রাকা‘আত তারাবীহ ও বিতর পড়তেন। সূত্র: মুসান্নাফে ইবনে আবী শাইবা ২/১৬২ (৭৬৯০) তাবারানী কাবীর ১১/৩৯৩ (১২১০২) আউসাত ১/৩৩০ (৮০২) বাইহাকী ২/৪৯৬ (৪৬১৫) আল কামেল ১/২৪০ তরজমা নং (৭১) (অবশিষ্ট-৩৯) অর্থ: (২) হযরত সায়েব ইবনে ইয়াযীদ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা হযরত উমর ইবনুল খাত্তাব রাযি. এর খেলাফত কালে বিশ রাকা‘আত তারাবীহ ও বিতর পড়তাম। (পরবর্তী খুলাফায়ে রাশেদীন খেকে অদ্যাবধি সেই আমল জারী আছে) সূত্র: বাইহাকী ২/৬৯৯ (৪৬১৭) মুসান্নাফে আব্দুর রাযযাক ৪/২৬১ (৭৭৩৩) (অবশিষ্ট-৪০) https://play.google.com/store/apps/details?id=com.islami_jindegi
Blogger দ্বারা পরিচালিত.